আজ খবর (বাংলা), শ্রীরামপুর, হুগলী, পশ্চিমবঙ্গ, 07/04/2022 : DYFI ১১তম সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে DYFI হুগলী জেলা কমিটির আহ্বানে DYFI হুগলী জেলা কমিটির বর্তমান ও প্রাক্তন নেতৃত্ব-কর্মীদের মধ্যে মেল বন্ধন ঘটাতে আজ বিকালে শ্রীরামপুর RMS ময়দান থেকে শ্রীরামপুর বেলটিং বাজার পর্যন্ত DYFI হুগলী জেলা কমিটির বর্তমান ও প্রাক্তন নেতৃত্ব-কর্মীদদের নিয়ে মেল বন্ধনের এক বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিলো।
উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন DYFI হুগলী জেলা কমিটির সম্পাদক শুভঙ্কর দাস ও সভাপতি সুমন মাল এবং সম্পাদকমন্ডলীর সদস্য জয়দীপ মুখার্জী,মনোজ গায়েন সহ উক্ত সংগঠনের হুগলী জেলার একাধিক বর্তমান নেতৃত্ব'রা ও প্রাক্তন নেতৃত্ব'দের মধ্যে উপস্থিত ছিলেন অভিজিৎ অধিকারী,মিন্টু বেরা, অপূর্ব পাল,আমজাদ হোসেন, তীর্থঙ্কর রায়, মিঠুন চক্রবর্তী, ঐকতান দাশগুপ্ত, আভাস গোস্বামী, আব্দুল হাই, ভক্তরাম পান সহ প্রমুখ।
পাশাপাশি হুগলী জেলার বিভিন্ন প্রান্ত থেকে উক্ত সংগঠনের বর্তমান ও প্রাক্তন কর্মী'রা আজকের শোভাযাত্রায় অংশগ্রহন করেন। আজকের এই মিছিল থেকে ঐ সংগঠনের কর্মী'রা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার ও দেশের শাসক দল বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে তীব্র ভাষায় কটাক্ষের সুরে স্লোগান দিতে থাকেন।
ডিজেল-পেট্রোল-কেরোসিন তেল-সর্ষের তেল-জ্বালানি গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে ও জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে নারী নির্যাতন-নারী ধর্ষণ ও ব্যাঙ্ক-বীমা-রেল ইত্যাদি বেসরকারীকরনের প্রতিবাদের কন্ঠস্বর এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস খানের খুনিদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি সহ একাধিক দাবির কন্ঠস্বর শোনা যায় আজকের শোভাযাত্রা থেকে।
রিপোর্ট : তন্ময় ভৌমিক, শ্রীরামপুর