আজ খবর (বাংলা), শ্রীনগর ও মুম্বই , জম্মু ও কাশ্মীর ও মহারাষ্ট্র, 0/05/2022 : ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতে নক্ষত্র পতন ঘটল। চলে গেলেন প্রখ্যাত সন্তুর শিল্পী শিব কুমার শর্মা।
সঙ্গীত শিল্পী শিব কুমার শর্মা বেশ কিছুদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন। গত ছয় মাস ধরে তিনি অসুস্থ ছিলেন। আজ হঠাৎ করেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর।
পন্ডিত শিব কুমার শর্মা 1938 সালে জন্মেছিলেন জম্মু ও কাশ্মীরে। ভারত সরকার তাঁকে পদ্মবিভুশন সন্মান দিয়েছিল। সন্তুরে তিনি জাদুর মূর্ছনা তুলতেন। মোহিত করে রাখতেন শ্রোতাদের। বিশ্বব্যাপী অসংখ্য গুণমুগ্ধ ছিল তাঁর। ভারতীয় লঘু সঙ্গীতের পাশাপাশি কাশ্মীরের লোক সঙ্গীতকেও মানুষের সামনে তুলে ধরেছিলেন তিনি। এই জায়গাটাতেই আজ বিশাল শূন্যতার সৃষ্টি হল। অপূর্ণ থেকে যাবে সন্তুর শ্রবণ।