প: মেদিনীপুরে কেন্দ্রের জাতীয় সংহতি শিবির - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


প: মেদিনীপুরে কেন্দ্রের জাতীয় সংহতি শিবির

Share This

আজ খবর (বাংলা), পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, 28/05/2022 : দেশের স্বাধীনতার ৭৫ বছরে  "আজাদী কা অমৃত মহোৎসব"এর মূল বিষয় ভাবনার ওপর  ভিত্তি করে পশ্চিম মেদিনীপুরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা কলেজে বুধবার (২৫মে) থেকে শুরু হয়েছে সাতদিনের জাতীয় সংহতি শিবির । 

কেন্দ্রীয় সরকারের যুবক বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক,জাতীয় সেবা প্রকল্প (এন এস এস)-এর কলকাতায় অবস্থিত আঞ্চলিক ডাইরেক্টোরেট এবং রাজা নরেন্দ্র লাল খান মহিলা কলেজ (স্বশাসিত)- এর যৌথ উদ্যোগে এই আবাসিক শিবিরের আয়োজন করা হয়েছে। 

প: মেদিনীপুরে কেন্দ্রের জাতীয় সংহতি শিবির 

এন এস এস-এর এই জাতীয় সংহতি শিবিরে পশ্চিমবঙ্গ সহ দেশের আঠারোটি রাজ্যের ২১০ জন স্বেচ্ছাসেবক ছাত্র-ছাত্রী ও অধ্যাপক-অধ্যাপিকা এবং আধিকারিকরা যোগ দিয়েছেন। বুধবার এই শিবিরের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপিকা অনুরাধা মুখোপাধ্যায়, ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মু্র্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমিয় কুমার পান্ডা ও রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। রাজা নরেন্দ্র লাল খান মহিলা কলেজের অধ্যক্ষা অধ্যাপিকা জয়শ্রী লাহা, এন এস এস-এর কলকাতার রিজিওনাল অফিসার বিনয় কুমার সহ অন্য বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠানে যোগ দেন। 
আগামী ৩১মে পর্যন্ত চলা এই শিবিরে দেশের সমৃদ্ধশালী ঐতিহ্য ও পরম্পরা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ভিন্ন সংস্কৃতি,খাদ্যাভ্যাস, পোশাক, চিন্তাধারা,ভাষা,নৃত্য ও সঙ্গীত অনুষ্ঠান ইত্যাদির মধ্যে দিয়ে 'এক ভারত শ্রেষ্ঠ ভারত' এর ছবি উঠে এসেছে।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages