আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 22/05/2022 : রাজনৈতিক মহলের প্রত্যাশা মতই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অর্জুন সিং।
রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল। বিগত বেশ কিছুদিন ধরেই বেসুরো লাগছিল বিজেপি সাংসদ অর্জুন সিং এর কিছু বক্তব্য। আজ সকাল থেকেই সেই জল্পনা আরও দানা বেঁধেছে। আর প্রত্যাশা মতই শেষমেশ পদ্ম ফুল ছেড়ে ঘাস ফুলকেই আঁকড়ে ধরলেন অর্জুন সিং।
মধ্য কলকাতার ক্যামাক ষ্ট্রীটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃনমূলের ঝান্ডা হাতে তুলে নিলেন অর্জুন সিং।
তৃনমুলে যোগ দিয়েই অর্জুন বলেন ঘরের ছেলে ঘরে ফিরলাম। এসি ঘরে বসে রাজনীতি হয় না। বিধায়ক পবন সিংও (পুত্র) দিন খানেকের মধ্যেই বিজেপি ছেড়ে তৃনমুলে যোগ দিতে পারেন। এদিন দল বদল করলেও সাংসদ পদ ছাড়েন নি অর্জুন। তিনি বলেন "বিজেপিতেও এমন কয়েকজন আছেন যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন; অথচ আগের পদ ছাড়েন নি। আগে তাঁরা পদ ছাড়ুন, তখন আমিও পদ ছেড়ে দেব।" আগামীকাল নবান্নে মমতা বন্দ্যোপাধ্যাযের সাথে সাক্ষাত করতে পারেন অর্জুন সিং।