নিজাম প্যালেসে অনুব্রত, শুরু জিজ্ঞাসাবাদ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নিজাম প্যালেসে অনুব্রত, শুরু জিজ্ঞাসাবাদ

Share This

নিজাম প্যালেসে অনুব্রত, শুরু জিজ্ঞাসাবাদ


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 19/05/2022 :  পার্থ চ্যাটার্জির পর এবার বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। গরু পাচার কাণ্ডে তলব করা অনুব্রত মন্ডল আজ সিবিআই এর মুখোমুখি হচ্ছেন। ইতিমধ্যেই তিনি পৌছে গিয়েছেন সিবিআই এর নিজাম প্যালেসের অফিসে।

এই অফিসে এসে গতকাল রাতে সিবিআই কর্তাদের সামনে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল তৃণমূলের মহা সচিব তথা রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চ্যাটার্জিকে। তাঁকে অবশ্য তলব করা হয়েছিল এসএসসি দুর্নীতি কাণ্ডে। গতকাল রাতে টানা সাড়ে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে পার্থ বাবুকে।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের দুই অফিসেই সিআরপিএফ নিয়োগ করা হলো। বুধবার রাত বারোটা থেকে বৃহস্পতিবার দুপুর বারোটা অবধি হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ এই দুই অফিসে ঢুকতে পারবেন না।

গতকাল পার্থবাবুর পর আজ বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করেছে সিবিআই। এর আগে ছয় বার হাজিরা দেওয়ার কথা থাকলেও প্রত্যেকবারেই এড়িয়ে গিয়েছেন অনুব্রত মন্ডল। শেষবার সিবিআই অফিসে যেতে গিয়েও এসএসকেএম হাসপাতালে গিয়ে তিনি ভর্তি হয়েছিলেন অসুস্থতার কারনে। 


তবে আজ অবশ্য সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন তিনি। ইতিমধ্যেই তিনি নিজাম প্যালেসে চলে এসেছেন। তাঁর জন্যে সাত পাতার প্রশ্ন পত্র নিয়ে প্রস্তুত আছে সিবিআইও। আজ সিবিআই এর যুগ্ম অধিকর্তার নেতৃত্বে গঠিত একটি দল অনুব্রত মন্ডলকে জিজ্ঞাসাবাদ করবে। যে কোনো মুহুর্তে তাঁকে জেরা করা শুরু হতে পারে বলে জানা গিয়েছে সূত্র মারফত।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages