আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 21/05/2022 : এক ধাক্কায় কমতে চলেছে জ্বালানির দাম। কমছে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম। সৌজন্যে কেন্দ্র সরকার।
আমাদের রাজ্যে পেট্রলের দাম কমছে লিটারে 9 টাকা 50 পয়সা করে। ডিজেলে প্রতি লিটারে 7 টাকা করে কমছে। এছাড়া উজ্বলা প্রকল্প ভুক্ত অর্থাৎ যে সব গ্যাস সিলিন্ডার বছরে 12 সিলিন্ডারের ওপর ভর্তুকি পায়, সেইসব সিলিন্ডারের দাম কমছে 200 টাকা করে। গত মার্চ মাস থেকেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল উর্দ্ধমুখী। বিশেষ করে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের আবহে তা অর বাড়ছিল। কিন্তু দেশবাসীকে স্বস্তি দিতে এবার মোদী সরকার এক্সাইজ ডিউটি কমানোর যে সিদ্ধান্ত নিল, তাতে অনেকটা সুবিধা হয়েছে আম জনতার।
গত নভেম্বর মাসে কেন্দ্র সরকার এক টাকা করে কর ছাড় ঘোষনা করে রাজ্যগুলিকেও অনুরোধ জানিয়েছিল কিছুটা কর ছাড়ের জন্যে। কিন্তু পশ্চিমবঙ্গ সমেত বেশ কিছু রাজ্য কেন্দ্রের সেই আবেদনে সাড়া দেয় নি সেই সময়। ফলে অন্যান্য রাজ্যগুলিতে দাম আরও কিছুটা কমলেও পশ্চিমবঙ্গে কিন্তু আরও দাম কমে নি।
এবার কর ছাড় দিয়ে কেন্দ্র সরকার দেশের রাজ্য সরকারগুলিকে তাদের তরফ থেকেও ছাড় দিতে অনুরোধ করেছে। যাতে পেট্রোল, ডিজেল বা গ্যাসের দাম আরও একটু কমে এবং রাজ্য বাসীর সুবিধা হয়। এখন রাজ্য সরকারও এক্সাইজ ডিউটি ছাড়ের কথা ঘোষনা করে কিনা, সেদিকে নজর থাকবে রাজ্যবাসীর।