আজ খবর (বাংলা), কল্যাণী, নদীয়া, পশ্চিমবঙ্গ, 13/05/2022 : কল্যাণীর এইমস হাসপাতালে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হতে হল সাংবাদিকদের।
এইমস-এ স্থানীয় বেকারদের চাকরির দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলছে দীর্ঘদিন ধরে। সেই বিক্ষোভের খবর করতে গিয়ে বৃহস্পতিবার সকালে আক্রান্ত হন বার্তা ৩৬৫ ডট নেট নিউজ টিমের প্রতিনিধি প্রাণেশ তেওয়ারি।
এদিন এইমস-এ আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তাঁকে এইমস-এ স্থানীয় বেকারদের চাকরির দাবিতে স্মারকলিপি দেওয়ার জন্য জড়ো হন স্থানীয় বাসিন্দারা। এসময়ে এইমস-এ কর্মরত কিছু কর্মী তাঁদের পথ আটকে বাধা দিতে যান। শুরু হয় ধস্তাধস্তি।
![]() |
আহত সাংবাদিক প্রানেশ তেওয়ারি |
সেই খবর করতে ঘটনাস্থলে যান বার্তা ৩৬৫ ডট নেট নিউজ টিমের প্রতিনিধি। তিনি ক্যামেরাবন্দি করেন বাধাদানের নামে ধস্তাধস্তির ছবি। কিন্তু সেই ছবি কেনো তিনি তুলছেন? এই বলে ওই সংবাদকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়েন এইমস-এ কর্মরতরা। পরবর্তী সময়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার এইমস থেকে বেরোনোর সময় ফের ওই কর্মরত কর্মী ও আন্দোলনরত কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। আক্রান্ত হন সংবাদমাধ্যমের একাধিক কর্মী। পলাশ মণ্ডল নামে এক সংবাদকর্মীর নাকে আঘাত লাগে।
এই ঘটনায় সুজন কর্মকার এক ব্যক্তি-সহ দুপক্ষের চারজনকে আটক করে কল্যাণী থানার পুলিশ। পরে সাংবাদিকেরা কল্যাণী থানায় আক্রান্ত হওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে। সূত্রের খবর, দু'পক্ষই বিজেপি আশ্রিত দুটি গোষ্ঠীর সদস্য।