কলকাতায় এসে হঠাৎ মৃত্যু সঙ্গীত শিল্পী কেকে'র - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কলকাতায় এসে হঠাৎ মৃত্যু সঙ্গীত শিল্পী কেকে'র

Share This

কলকাতায় এসে হঠাৎ মৃত্যু সঙ্গীত শিল্পী কেকে'র


আজ খবর (বাংলা) [বিনোদন] কলকাতা, পশ্চিমবঙ্গ, 01/06/2022 : কলকাতায় একটি অনুষ্ঠানে গান গাইতে এসে অসুস্থ হয়ে আক্স্মিক মৃত্যু হল জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকে'র। 

বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী ছিলেন কেকে, তাঁর পুরো নাম কৃষ্ণকুমার কুন্নথ হলেও সবাই তাঁকে কেকে নামেই জানত। হিন্দী, তামিল, তেলেগু, কন্নড় এমনকি বাংলা ভাষাতেও গান গেয়েছেন কেকে। অসংখ্য অনুরাগীর মন জয় করেছেন। তাঁর গাওয়া তড়প তড়প কে ইস দিল মে (হম দিল দে চুকে হ্যায় সনম), খুদা জানে (বচনা এয় হসিনো), আঁখো মে তেরি (ওং শান্তি ওং), জিন্দেগি দো পল কি (কাইটস) গানগুলি তাঁকে জনপ্রিয়তার চূড়ায় নিয়ে গিয়েছে। 


কলকাতায় গুরুদাস কলেজের হয়ে গান গাইতে নজরুল মঞ্চে এসেছিলেন তিনি। কলকাতার গ্র্যান্ড হোটেলে উঠেছিলেন তিনি। নজরুল মঞ্চে অনুষ্ঠানের শেষে অসুস্থ বোধ করেন বছর 54র এই সঙ্গীত শিল্পী। এরপর তাঁকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। 

কিভাবে তাঁর মৃত্যু হল তা এখনও বোঝা যাচ্ছে না। কেকে ছেড়ে গেলেন তাঁর স্ত্রী ও সন্তানদের।  ছেড়ে গেলেন তাঁর অসংখ্য অনুরাগীকে। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছাওয়া নেমে এসেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages