আশ্চর্য জনক ওল গাছের ফুল দেখতে ভীড়,দেওয়া হল পুজো - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আশ্চর্য জনক ওল গাছের ফুল দেখতে ভীড়,দেওয়া হল পুজো

Share This


আশ্চর্য জনক ওল গাছের ফুল দেখতে ভীড়,দেওয়া হল পুজো

আজ খবর (বাংলা), ক্যানিং, দক্ষিন 24 পরগণা, পশ্চিমবঙ্গ, 12/05/2022 :
দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতর উত্তর তালদি নস্কর পাড়া। সেখানেই জনৈক মহেশ নস্করের বাগানের একটি ওল গাছে বিরল প্রজাতির ফুল ফুটেছে।

সাত সকালে এমন কান্ড নস্কর পরিবারের সদস্যদের নজরে পড়তেই হইচই শুরু করেন। এটা ওল গাছের ফুল নয়,অন্য কিছু। বেলা বাড়ার সাথে সাথে এমন খবর এলাকায় চাউর হতে থাকে।সাধারণ মানুষজন বিরল ফুল দেখার জন্য ভীড় জমাতে শুরু করেন। কেউ কেউ আবার বলতে থাকেন এটি ওল গাছেরই ফুল। যেমন ডুমুর গাছের ফুল দেখা যায় না, তেমনই ওল গাছে ও ফুল ফুটতে দেখা যায় না। এটা একটা কাকতালিয় ব্যাপার। 


যদিও সে সব কথায় কর্ণপাত করতে রাজি নন উত্তর তালদির নস্কর দম্পতি। তাঁরা রীতিমতো এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোর আয়োজন করেন। উলু ধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে ফুল,ধূপ বাতাসা দিয়ে পুজো দেওয়া হয়।নস্কর পরিবার গৃহবধু কাকলি নস্কর জানিয়েছেন ‘আমরা তো মনসা গাছ কে পুজো করে থাকি। তেমনই আশ্চর্যজনক ফুলটি ফুটেছে হয়তো কোন দেবতার অঙ্গ হিসাবে। জীবনে তো কোন দিনই এমন কান্ড দেখা যায় নি। যে যাই বলুক ফুলটি যত দিন থাকবে আমরা পুজো দেবো।  

এলাকার কয়েকজনের দাবী এটা ওল গাছ। সাধারণত ওল গাছের ফুল হয় না। বিরল ভাবে কয়েকটি গাছে এমন ফুল ফুটতে দেখা যায়। আশ্চর্যের কিছুই নেই।বিগত প্রায় পাঁচ বছর আগে বাসন্তী থানার চোরাডাকাতিয়া গ্রামে এক বাড়িতে এমন ধরনের ফুল ফুটে ছিল। পরে জানা যায় সেটি ওল গাছের ফুল। 

তবে যাই হোক না কেন বিরল এই ফুল দেখতে প্রচুর মানুষজন নস্কর পরিবারের বাড়িতে ভীড় জমাচ্ছেন। তাদের কে সামলাতে হিমশীম খেতে হচ্ছে নস্কর পরিবারের লোকজনদের।

রিপোর্ট : কুতুবউদ্দিন মোল্লা, ক্যানিং

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages