আজ খবর (বাংলা), বিলোনিয়া, ত্রিপুরা, 29/05/2022 : অবশেষে দীর্ঘ চার বছর পর দেশে ফিরল রাজকুমার বাউরী। আজ রবিবার দুপুরে বাংলাদেশ পুলিশ তাকে বিলোনিয়া মুহুরী ঘাট চেকপোস্ট দিয়ে বিলোনিয়া থানার হাতে তুলে দেওয়া হয়।
সিধাই মোহনপুরের সিমনা এলাকার বাসিন্দা বছর 35 এর রাজকুমার বাউরী 4 বছর আগে বিভিন্ন এলাকা ঘোরার নেশায় ঘুরতে ঘুরতে এক সময় নেশার ঘোরে সাবরুম এর গাড়িতে উঠে যায় । তারপর তাকে সাবরুম বাজারে নামিয়ে দিলে সেখান থেকে মদমত্ত অবস্থায় সীমান্ত পেরিয়ে কোন এক সময় বাংলাদেশে চলে যায় সে। বাংলাদেশের পুলিশ তাকে আটক করে প্রথমে রামপুর থানা এবং পরে খাগড়াছড়ি থানায় পাঠিয়ে দেয়।
ভারতীয় নাগরিক হওয়ায় এবং বিনা পাসপোর্টে বাংলাদেশ সীমান্ত পার হওয়ার কারণে বাংলাদেশ সরকার বিনা বিচারে তাকে জেলে পাঠায়। তখন থেকে দীর্ঘ চার বছর ফেনি জেলে কাটায় সে।আজ বাংলাদেশ পুলিশ তাকে বিলোনিয়া মুহুরী ঘাট চেকপোস্ট দিয়ে বিলোনিয়া থানার হাতে তুলে দেওয়া হয়।
বিলোনিয়া থানা তাকে জিজ্ঞাসাবাদ করার পর আজ পরিবারের হাতে তুলে দেয়।দীর্ঘদিন পর দেশে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই খুশি রাজকুমার বাউড়ী।বাংলাদেশে যাওয়া এবং আটক হওয়ার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন নিজেই।