![]() |
রত্না রশিদ বন্দ্যোপাধ্যায় |
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 11/05/2022 : মমতাকে বাংলা একাডেমী পুরস্কার দেওয়ায় নিজের সন্মান ফিরিয়ে দিতে চাইলেন আর এক ক্ষুব্ধ কবি।
সাহিত্যে নিরলস গবেষণার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলা আকাদেমি বিশেষ সম্মান দেওয়া হয়েছিল। আর তার পরেই লেখিকা এবং গবেষক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায় তাঁর অন্নদাশঙ্কর সম্মাননা ফিরিয়ে দিয়েছেন। আজ বাংলা অ্যাকাডেমীর অধ্যক্ষকে চিঠি দিয়ে তিনি ২০১৯ সালে যে সম্মান পেয়েছিলেন তা ফিরিয়ে দেবার কথা জানিয়েছেন।
গতকাল রবীন্দ্র জন্মজয়ন্তীর দিন কবিতাকে যেভাবে অপমান করা হয়েছে তাতে বাংলা সাহিত্যের সত্যিকারের নিরলস চর্চায় রত সব মানুষকে অপমানিত করেছে বলেও তিনি চিঠিতে উল্লেখ করেছেন।
Loading...