আজ খবর (বাংলা), আমতা, হাওড়া, পশ্চিমবঙ্গ, 10/05/2022 : ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর পর অনেকগুলো দিন কেটে গিয়েছে, গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। কিন্তু আনিসের পরিবারের মতে ধরা পড়েনি প্রকৃত অপরাধীদের কেউই।
আনিস খানের হত্যাকারীর খোঁজে ও তার বা তাদের কঠোর শাস্তির দাবীতে বেশ কিছুদিন ধরেই পথে নেমে আন্দোলন করছে বিভিন্ন বাম সংগঠনগুলি। আনিস খানের বাবাও সালেম খানও সংবাদ মাধ্যমকে নানা সময়ে নানান বিবৃতি দিয়েছেন।
আনিস খান এর খুনিদের শাস্তির দাবিতে আনিস খানের বাড়ি থেকে সাইকেল মিছিল এর উদ্বোধন করলেন আনিস খানের বাবা সালেম খান এবং DYFI ১১তম সর্বভারতীয় সম্মেলনের ১২ই মে প্রকাশ্য সমাবেশে আসার বার্তা দিলেন আনিস খানের বাড়ি থেকেই।
Loading...