আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 25/05/2022 : আজ ফের একবার সিবিআই এর জিজ্ঞাসাবাদ এড়িয়ে গেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। তবে সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চ্যাটার্জি।
গতকাল অনুব্রত মণ্ডলের হাজিরার দিন ছিল।কলকাতার সিবিআই অফিসে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে ডাকা হয়েছিল। গতকাল ডাকা হয়েছিল ভোট পরবর্তী হিংসার মামলায় এবং আজ ডাকা হয়েছিল গরু পাচারের তদন্তের জন্যে।
পরপর দুইদিন সিবিআই অফিসে হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত মন্ডল। তাঁর আইনজীবীরা জানান, অনুব্রত মন্ডল অসুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই তাঁকে বিশ্রাম নিতে হবে। অনুব্রতর আইনজীবীরা তাঁর অসুস্থতা সংক্রান্ত কাগজপত্র সিবিআই দপ্তরে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে সিবিআই ইচ্ছে করলে বীরভূমের বাড়ি গিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে পারে, এবং সেক্ষেত্রে তিনি সিবিআইকে সহযোগিতা করবেন বলে জানা গিয়েছে।
এসএসসি দুর্নীতি মামলায় আজ সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জির। সেই অনুযায়ী আজ পার্থবাবু পৌঁছে যান সিবিআই এর অফিসে। এই নিয়ে তাঁর দ্বিতীয়বার হাজিরা সিবিআই দপ্তরে। গতবারের জিজ্ঞাসাবাদে আদৌ সন্তুষ্ট হয় নি সিবিআই। তাই এবার চলছে জোরদার জেরা পর্ব।
প্রসঙ্গত উল্লেখ্য, অনুব্রত মন্ডল, পার্থ চ্যাটার্জি ও পরেশ অধিকারীর আয়করের সমস্ত তথ্য আয়কর দপ্তর থেকে চেয়ে পাঠিয়েছে সিবিআই। নজর রাখা হয়েছে এই তিন জনের ঘনিষ্ঠ আত্মীয় পরিজনদের আয়কর ও অন্যান্য আর্থিক লেনদেনের ওপর।