স্বাস্থ্য ভবনের সামনে নার্সিং পড়ুয়াদের ব্যাপক বিক্ষোভ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


স্বাস্থ্য ভবনের সামনে নার্সিং পড়ুয়াদের ব্যাপক বিক্ষোভ

Share This

স্বাস্থ্য ভবনের সামনে নার্সিং পড়ুয়াদের ব্যাপক বিক্ষোভ


আজ খবর (বাংলা), সল্টলেক, কলকাতা, পশ্চিমবঙ্গ, 24/05/2022 : চাকরির দাবীতে আজ সল্টলেকের স্বাস্থ্য ভবনে ব্যাপক বিক্ষোভ দেখালেন নার্সিং পড়ুয়ারা। 

চাকরির দাবীতে আজ স্বাস্থ্য ভবনের সামনে ধুন্ধুমার বেঁধে যায়। রাজ্যের নার্সিং পড়ুয়ারা আজ তুমুল বিক্ষোভ দেখান সল্ট লেকের স্বাস্থ্য ভবনের সামনে। নার্সিং পড়ুয়াদের আটকাতে স্বাস্থ্য ভবনের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। বসানো হয়েছিল ব্যারিকেড ও গার্ড রেল। স্বাস্থ্য ভবনের মুল গেট ছিল বন্ধ। 

পুলিশের ব্যারিকেড এবং গার্ড রেল ভেঙ্গে পড়ুয়ারা এগোতে গেলে পুলিশের সাথে তাদের এক প্রস্থ ধ্ব্স্তাধস্তি হয়। পড়ুয়াদের আর একটি দল অন্য একটি গেট দিয়ে স্বাস্থ্য ভবনে ঢুকতে গেলে তাদের সেখানেই আটকে দেওয়া হয়। তবু গেট ঠেলে কিছু বিক্ষোভকারী ঢুকে পরে বিক্ষোভ দেখাতে থাকে স্বাস্থ্য ভবনের ভিতরে। শেষ পর্যন্ত পড়ুয়াদের মধ্যে চার জনকে স্বাস্থ্য ভবনের ভিতরে গিয়ে বৈঠকে বসার অনুমতি দেওয়া হয়েছে। 

কিন্তু এরপরেই পরিস্থিতি আরও বিগড়ে যায়। বিক্ষোভকারীদের হঠিয়ে দিতে থাকে পুলিশ। আরও বিশাল বাহিনী নামানো হয়। বল প্রয়োগ করতে থাকে পুলিশ। যে সব মানুষগুলি কোভিড এর সময় প্রাণ হাতে নিয়ে মানুষের পাশে এসে দাঁড়াতে দেখা গিয়েছে, তাঁদের ওপরেই বল প্রয়োগ শুরু করল পুলিশ। টানতে টানতে আটক করে তাঁদের প্রিজন ভ্যানে তুলে দেওয়া হয়। কেউ কেউ অসুস্থও হয়ে পড়েন।

এদিকে সল্টলেকেরই করুণাময়ীতে চাকরির দাবীতে এবং এসএসসি নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে জমায়েত করেছিল এসইউসিআই। তারা করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করতে চেয়েছিল। কিন্তু কোনো অনুমতি না থাকায় করুণাময়ীতেই আটকে দেওয়া হয় তাদের। এসইউসিআই এর বেশ কিছু কর্মী সমর্থকদের আটক করেছে বিধান নগর থানার পুলিশ।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages