![]() |
অনীত থাপা, সভাপতি, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা |
আজ খবর (বাংলা), মিরিক, দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 15/05/2022 : পশ্চিমবাংলার পাহাড়ে ক্রমেই রাজনৈতিক চাপ বেড়ে চলেছে রাজনীতি নিয়ে কাজ করা দলগুলি এবং নেতাদের ওপর। কে কোন ইস্যুতে প্রতিশ্রুতি দিতে পারবেন সেই নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষন।
পাহাড়ে ভোট এগিয়ে আসছে। রাজনীতি নিয়ে উত্তেজনার পারদও চড়তে শুরু করেছে একটু একটু করে। তার আঁচ এখন থেকেই পাওয়া যাচ্ছে দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, সনাদার মত জায়গাগুলিতে। উত্তেজনার পারদ চড়ছে কালিম্পং শহরেও। বাদ নেই সমতল শিলিগুড়ি শহরও।
![]() |
অনীত থাপা |
ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপার এবারের ইস্যু কর্মসংস্থান। পাহাড়ের যূব সমাজ এখনও ধুঁকছে, তাদের কর্ম সংস্থানের অভাব রয়েছে। এই ইস্যুকেই হাতিয়ার করে এবার এগোতে চাইছেন অনীত থাপা।
তিনি বলেছেন, "জনগণ রাজনৈতিক নেতার ভিশন ও মিশনকে মেনে নেয়। আমার ভিশন হল ছেলেমেয়েদের চালৃ পাওয়া। আমার ইস্যু চাকরি। পাহাড় বেকারত্বে ভুগছে। স্বেচ্ছাসেবক শিক্ষকদের দুর্দশা কে বুঝবে ? এটাই আমাদের মিশন। কিন্তু যতদিন আমরা বাংলায় আছি, ততদিন আমাদের বাংলা সরকারের সাথে কাজ করে যেতে হবে।"