আজ খবর (বাংলা), পানিহাটি, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ, 28/05/2022 : পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে 'চোর ধরো জেল ভরো' স্লোগানে বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত হল।
রাজ্যে এসএসসি দুর্নীতি ও একের পর এক দুর্নীতিতে তৃণমূল নেতাদের নাম উঠে আসছে। তাই দুর্নীতির বিরুদ্ধে পানিহাটি বামফ্রন্টের উদ্যোগে ধিক্কার মিছিল। শিক্ষা থেকে কয়লা সব জায়গাতেই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই মিছিল বের করা হল।
শুধু তাই নয়, পানিহাটি পৌরসভার অন্তর্গত 35 টি ওয়ার্ডের মধ্যে কিছু কিছু ওয়ার্ডে পানিয় জল সমস্যা দেখা দিচ্ছে। সেই বিষয়েও কটাক্ষ করে পানিহাটি বামফ্রন্টের আহবাহক দুলাল চক্রবর্তী সুর চড়ান।
এই মিছিলে উপস্থিত ছিলেন পানিহাটি বামফ্রন্টের আহবায়ক দুলাল চক্রবর্তী আর এস পি নেতা পঙ্কজ দাস ফরওয়ার্ড ব্লক নেতা স্বপন দাস সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য ও শুভব্রত চক্রবর্তী সহ বামফ্রন্টের কর্মী-সমর্থকরা।
রিপোর্ট : সৃঞ্চিনী পোদ্দার