আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 07/05/2022 : আবৃত্তি জগতে আজ নক্ষত্র পতন হল। জীবনাবসান হয়েছে বিখ্যাত আবৃত্তিকার পার্থ ঘোষের।
আজ শেষ নি:শ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় বাচিক শিল্পী পার্থ ঘোষ। আজ হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। নিউরোলজিকাল সমস্যায় কাবু হয়ে অসুস্থ অবস্থায় তিনি একটি বেসরকারি হাসপাতালেই ভর্তি ছিলেন। আজ সকালে তাঁর কার্ডিয়াক এরেস্ট হয়। চিকিৎসকদের সব চেষ্টা বিফলে যায়। 83 বছর বয়সে জীবানাবসান হল শিল্পী পার্থ ঘোষের। আবৃত্তি জগতে নেমে এল শূন্যতা।
বাচিক শিল্প বা আবৃত্তিকে তিনি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। তাঁর স্ত্রী গৌরী ঘোষও জনপ্রিয় বাচিক শিল্পী ছিলেন। আকাশবাণীতেও তিনি দীর্ঘদিন ধরে কাজ করে গিয়েছেন।
আপাতত পার্থ ঘোষের নশ্বর দেহ নিয়ে যাওয়া হচ্ছে দমদমে তাঁর বাসভবনে। আজই নিমতলা মহা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।