জঙ্গলমহলে পৃথক রাজ্যের দাবী সৌমিত্রর - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


জঙ্গলমহলে পৃথক রাজ্যের দাবী সৌমিত্রর

Share This

জঙ্গলমহলে পৃথক রাজ্যের দাবী সৌমিত্রর


আজ খবর (বাংলা), বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, 23/05/2022 : ফের এক বিজেপি সাংসদ বঙ্গ ভঙ্গের দাবী তুলে পৃথক রাজ্য চাইলেন।

এতদিন ধরে উত্তরবঙ্গ নিয়ে নতুন রাজ্যের দাবী উঠছিল। দুই বঙ্গের সংস্কৃতি, লোকাচার নাকি এক রকম নয়। শুধু তাই নয়, উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিন ধরে তুলে ধরা প্রশাসনিক ও রাজনৈতিক বঞ্চনার দাবী তুলে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবী নতুন নয়। 2021 সাল থেকে উত্তরবঙ্গ পৃথক রাজ্যের দাবী আরও জোড়ালো করা হয়েছে। জন বার্লা, নিশীথ প্রামানিক, মিহির গোস্বামী সহ বিজেপির বেশ কিছু সাংসদ, মন্ত্রী, নেতা সুর চড়াতে শুরু করেছিলেন। যদিও রাজ্য বিজেপির তরফ থেকে বার বার জানানো হয়েছে বঙ্গ ভঙ্গের স্বপক্ষে নয় রাজ্য বিজেপি। 


তবু এবার আরও এক বিজেপি নেতা বঙ্গ ভঙ্গ করে পৃথক রাজ্যের দাবী তুললেন। তিনি হলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ছাড়াও পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে যে রাঢ় বাঙলা বা জঙ্গলমহল গড়ে উঠেছে, সেই ক্ষেত্রটিকে নিয়েই নতুন জঙ্গলমহল রাজ্যের দাবী তুললেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। 

সৌমিত্রবাবুর মতে, রাঢ় বাংলার মানুষও ব্যাপকভাবে বঞ্চনার শিকার হয়েছেন। তাছাড়া বাংলার অন্যত্র অঞ্চলের মানুষের সাথে সংস্কৃতির প্রভেদ রয়েছে। এই কারনেই পৃথক রাজ্য হিসেবে গড়ে উঠুক জঙ্গলমহল। 

সৌমিত্র খাঁ এর এই দাবী প্রকাশ্যে আসার পর, রাজ্য বিজেপির পক্ষ থেকে তা অবশ্য নস্যাত করে দেওয়া হযেছে। বলা হয়েছে পশ্চিম বাংলাকে যেভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করে দিয়ে গিয়েছিলেন, বিজেপি সেটাই দেখতে চায় এবং বিজেপি বঙ্গ ভঙ্গের বিপক্ষে। 

সাংসদ সৌমিত্র খাঁ এর দাবী নিয়ে শুরু হয়েছে জল্পনা। স্থানীয় কিছু মানুষের আবেগকে উসকে দিয়ে কেন সৌমিত্র খাঁ সস্তার রাজনীতি করতে চাইছেন, তা নিয়েই উঠেছে প্রশ্ন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages