চৌরাশিয়ার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ বাহিনী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


চৌরাশিয়ার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ বাহিনী

Share This

চৌরাশিয়ার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ বাহিনী
ফাইল চিত্র


আজ খবর (বাংলা), কাশিপুর, কলকাতা, পশ্চিমবঙ্গ, 07/05/2022 :  গতকালের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আজ প্রয়াত বিজেপি যুবনেতা অর্জুন চৌরাশিয়ার বাড়ি সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার ব্যাবস্থা করল পুলিশ। 

গতকাল বিজেপি যুবনেতার মৃতদেহের ময়নাতদন্তের জন্যে ঐ মৃতদেহ নিজেদের হেফাজতে পেতে গিয়ে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে পুলিশকে। বিজেপির সমর্থকদের সাথে ধ্ব্স্তাধস্তিও করতে হয়েছিল, যার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। 

বিজেপি যুবনেতার মৃতদেহ বর্তমানে রয়েছে কমান্ড হাসপাতালে । সেখানেই চলছে ময়না তদন্তের কাজ। অর্জুন চৌরাশিয়া আত্মহত্যা করেছিলেন, নাকি তাঁকে কেউ বা কারা মেরে ঝুলিয়ে দিয়েছিল, তা জানতেই শুরু হয়েছে ময়না তদন্ত। কমান্ড হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে কমান্ড হাসপাতালের সামনে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে পুলিশ। অফিসারদের মোতায়েন করা হয়েছে প্রহরার কাজে। 

এদিকে যুব নেতা চৌরাশিয়ার ঘরের আশেপাশে গতকাল সারারাত এবং আজ পুলিশ প্রহরা দেখতে পাওয়া গিয়েছে। ঐ বাড়ি ও তার আশেপাশে মোট আটটি সিসি টিভি লাগিয়ে চালানো হচ্ছে কড়া নজরদারি। আজই ময়না তদন্তের কাজ শেষ হয়ে  যাবে বলে জানা যাচ্ছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages