জিটিএ ভোটের বিরোধিতায় বিমলের আমরণ অনশন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


জিটিএ ভোটের বিরোধিতায় বিমলের আমরণ অনশন

Share This

জিটিএ ভোটের বিরোধিতায় বিমলের আমরণ অনশন


আজ খবর (বাংলা), দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 25/05/2022 : পাহাড়ে জিটিএ নির্বাচনের বিরোধিতা করে আমরণ অনশনে বসলেন গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতা বিমল গুরুং। 

পাহাড়ে ফের হতে চলেছে নির্বাচন। গোর্খা টেরিটোরিয়াল এডমিনস্ট্রেশনের (GTA) নির্বাচন পাহাড়ে হতে চলেছে জুন মাসের 26 তারিখে। এই তারিখের সাত দিন আগে পর্যন্ত মনোনয়ন পেশ বা প্রত্যাহার করা যাবে। জিটিএ নির্বাচনের গণনা করা হবে জুন মাসের 29 তারিখে।


এই মুহুর্তে পাহাড়ের সব রাজনৈতিক দলগুলি জিটিএ নির্বাচনের জন্যে নিজেদের প্রস্তুত করতে শুরু করে দিলেও একমাত্র গোর্খা জনমুক্তি মোর্চা অন্য সুরে  কথা বলছে। 

গোর্খা জনমুক্তি মোর্চা এক সময় পাহাড়ের সবচেয়ে শক্তিশালী ডাল থাকলেও তিস্তা নদী ডিয়ে যত জল গড়িয়েছে, তাদের শক্তি হ্রাস পেয়েছে। অন্যান্য রাজনৈতিক দলগুলি সেই সময় নিজেদের শক্তি অনেকটাই বৃদ্ধি করতে পেরেছে। মাঝখানে বেশ কিছুদিন বিমল গুরুং ও রোশন গিরিদের কার্যত অজ্ঞাতবাসেই থাকতে হয়েছিল। সেই সময়েও পাহাড়ের রাজনৈতিক অঙ্ক পট পরিবর্তন করেছে বেশ কিছুটা। 

এবার জিটিএ নির্বাচনের বিরোধিতা করছে গোর্খা জনমুক্তি মোর্চা। এই কারণে আজ থেকে তাদের শীর্ষ নেতা বিমল গুরুং আমরণ অনশনে বসেছেন। বিমল গুরুং এর দাবী পাহাড়, তরাই ও ডুয়ার্সের মানুষ জিটিএ নির্বাচন চাইছে না। তারা গোর্খাল্যাণ্ড চায়।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages