আজ খবর (বাংলা), [রাজনীতি], পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, 31/05/2022 : প্রায় এক বছর পর পুরুলিয়া গিয়ে জমজমাট কর্মীসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচণ্ড গরম উপেক্ষা করেই মমতার কর্মীসভায় ভীড় উপচে পড়েছিল।
মমতা এদিন প্রথম থেকেই বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন। নির্বাচনে পুরুলিয়ার মানুষ বিজেপিকেই বেছে নিয়েছিলেন। সেই অভিমান দেখতে পাওয়া গেল মমতার কণ্ঠে। তিনি বলেন "ওরা ভুল বুঝিয়েছিল।"
কর্মীসভায ভাষণ দিতে গিয়ে রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করিয়ে দেন "এই সব উন্নয়নের পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। কেন্দ্র থেকে বিজেপি সরকার শুধুমাত্র প্রতিশ্রুতি দেয়, কথা রাখে না। সেই কারনেই উজালা গ্যাস আর বিনামূল্যে পাওয়া যায় না। গ্যাস কিনতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বিজেপি হল ভেজাল সরকার। 2024 এ বিজেপির নো এন্ট্রি হবে জঙ্গলমহলে।"
পুরুলিয়াকে আজ এক রাশ স্বপ্ন দেখালেন মমতা। বললেন, "পুরুলিয়াতে আমরা নতুন ফিল্ম সিটি গড়ব। নতুন একটা বিমানবন্দর তৈরি হবে। অযোধ্যা পাহাড়কে ঘিরে অনেক পরিকল্পনা রয়েছে। এখানে এমএসএমই করে ইন্ডাস্ট্রি তৈরি করা হবে। যাতে এখানকার মানুষের কর্ম সংস্থান হয়। এখানে 72 হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে।"
মমতা বলেন, "রাজ্যের থেকে কেন্দ্র সরকার টাকা নিয়ে চলে যাচ্ছে। আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না। 100 দিনের কাজের টাকা ওরা গত ডিসেম্বর মাস থেকে আটকে রেখেছে। বিজেপির লোক এখানে এলে জিজ্ঞাসা করবেন কোথায় গেল 100 দিনের কাজের টাকা ! রাজ্যে সব উন্নয়ন তো তৃণমূল সরকারই করে, তাহলে বিজেপি, সিপিএম বা কংগ্রেস কি শুধুই ললিপপ খাবে ?"