দু'দিনের সফরে রাজ্যে অমিত শাহ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দু'দিনের সফরে রাজ্যে অমিত শাহ

Share This

দু'দিনের সফরে রাজ্যে অমিত শাহ


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 05/05/2022 : দুদিনের রাজ্য সফরে আজ পশ্চিমবঙ্গে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ সকাল 10টা বেজে 13 মিনিটে অমিত শাহের বিমান কলকাতা বিমানবন্দরের মাটি স্পর্শ করে। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক, বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও ছিলেন অন্যান্য সরকারী আধিকারিকরা।

কলকাতা বিমানবন্দর থেকে বিএসএফ এর বিশেষ হেলিকপটার অমিত শাহকে নিয়ে হিঙ্গলগঞ্জ পৌঁছাবে। এখানে কয়েকটি ভাসমান বর্ডার আউট পোস্ট এর উদ্বোধন করবেন তিনি। তিনটি ওয়াটার এম্বুলেন্সের উদ্বোধনও করবেন তিনি। এছাড়াও হরিদাসপুরে গিয়ে ভারত-বাংলাদেশ যুদ্ধের বেশ কিছু স্মারক সম্বলিত মৈত্রী মিউজিয়ামের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

অমিত শাহ যাবেন আন্তর্জাতিক সীমান্ত পেট্রাপোলে। সেখানে বিএসএফ আধিকারিকদের সাথে বৈঠক করবেন তিনি। হরিদাসপুর ক্যাম্পে বিএসএফ জওয়ানদের সাথে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। তারপরেই চলে যাবেন নদীয়া জেলার কল্যাণীতে। সেখানেও বিএসএফ এর সাথে বৈঠক করবেন তিনি।

এরপর ফিরে আসবেন কলকাতায়, সেখান থেকে উড়ে যাবেন উত্তরবঙ্গে। এখানে বিজেপি নেতার ভূমিকায় দেখতে পাওয়া যাবে স্বরাষ্ট্র মন্ত্রীকে। এখানে নিউ জলপাইগুড়ির রেল্মাথে জনসভা করবেন তিনি। দার্জিলিং মোড়ে গিয়ে তেনজিং নোরগের মূর্তিতে মাল্যদান করবেন তিনি। আজ রাত্রে উত্তরবঙ্গেই রাত্রিবাস করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত বছর রাজ্যে বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার এক বছর পর এই প্রথম রাজ্য সফরে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages