আজ খবর (বাংলা) [বিনোদন], মুম্বই, মহারাষ্ট্র, 31/05/2022 : এবার গুজরাট ফিল্ম ইন্ডাস্ট্রির এক অভিনেত্রী কান উৎসবে যোগ দিয়ে শুধুমাত্র দেশকেই গর্বিত করলেন তা নয়, বিশ্বের সিনে প্রেমিকদের সামনে গর্বিত করলেন গুজরাটকেও।
বলিউড বিশ্ব সিনে প্রেমীদের কাছে যথেষ্ট জনপ্রিয় নাম, কিন্তু সেই দেশেরই আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রিও যে পিছিয়ে নেই সেই বার্তাই কান উৎসবে পৌঁছে দিলেন গুজরাতি অভিনেত্রী কোমল থ্যাকার। তাঁর ঝলমলে উপস্থিতি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কৌতূহল তৈরি করেছে।
![]() |
ছবি - ANI সূত্রে |
কান উৎসব হল বিশ্ব সিনেমা ইন্ডাস্ট্রির কাছে অন্যতম শ্রেষ্ঠ উৎসব। সেখানেই এবার দেখা গেল গুজরাতি অভিনেত্রী কোমল থ্যাকারকে। কোমল গুজরাতি সিনেমা এবং টেলিভিশনের পর্দায়ও যথেষ্ট জনপ্রিয়। বলিউডের হিন্দী সিনেমাতেও কাজ করেছেন। ফ্যাশানের ব্যাপারেও তাঁর পাণ্ডিত্য আছে।
কান উৎসবে কখনও তিনি শাড়িতে নজর কেড়েছেন, কখনও আবার চোখ ধাঁধানো লাল গাউনে। মোটের ওপর কান উৎসবে যোগ দিয়ে কোমল গুজরাতি ফিল্ম ইন্ডাস্ট্রি সম্বন্ধে একটা সুন্দর ধারনা তৈরি করে দিয়ে এসেছেন। আবার ভারতীয় সংস্কৃতি নিয়েও বার্তা দিয়ে এসেছেন।