![]() |
প্রতীকী চিত্র |
আজ খবর (বাংলা), দেশের খবর, নতুন দিল্লী, ভারত, 30/05/2022 : আধার কার্ড বা আধার কার্ডের ফটোকপি অন্য কারোর হাতে দিতে নিষেধ করল কেন্দ্র সরকার। রীতিমতো সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করে এই ধরনের সতর্কতা জারি করতে চাইছে কেন্দ্র সরকার।
আধার কার্ড নিয়ে জালিয়াতি রুখতেই কেন্দ্র সরকার এবার সাধারন মানুষকে সতর্ক করার পথে হাঁটতে চাইছে। ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'কারোর হাতে আধার কার্ড দেবেন না। এমনকি আধার কার্ডের ফটোকপি দেওয়ারও প্রয়োজন নেই। কারোর আইনত অধিকার নেই আপনার আধার কার্ড চেয়ে নেওয়ার। তাই আধার কার্ড কাউকে দেবেন না।'
যদি আধার কার্ড দেখাতেই হয় তাহলে সেটির মাস্কড কপি দেখান, যেখানে আপনার আধার কার্ডের শেষ চারটি ডিজিট দেখতে পাওয়া যাবে। আধার কার্ডের তথ্য পেতে UIDAI এর https://myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে গিয়ে Do you want a masked aadhar এ গিয়ে ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে মাস্কড কপি পাওয়া যাবে।
জে কোনো আধার নম্বর ভেরিফাই করতে হলে https://myaadhaar.uidai.gov.in/verifyAadhar ওয়েবসাইটে যেতে হবে। অফলাইনে ভেরিফাই করতে হলে QR code scan করে eaadhaar থেকে ভেরিফাই করে নেওয়া যাবে। মোবাইলে স্ক্যান করতে maadhaar application ডাউনলোড করে নিতে হবে।
অনেকেই অনেক সময় আধার কার্ড দেখতে চান । অনেকে আবার জমা রেখে দেন, এগুলো ভারতীয় সংবিধান অনুযায়ী শাস্তি যোগ্য অপরাধ। তাই যদি কেউ আধার কার্ড দেখতে বা জমা রাখতে চায়, তাকে আপনি প্রশ্ন করুন সে UIDAI থেকে লাইসেন্স প্রাপ্ত কিনা। সরকারি লাইসেন্স ছাড়া কারোর আধার কার্ড দেখতে চাওয়া যায় না। তাই বেড়াতে গিয়ে হোটেল কর্তৃপক্ষ বা অন্য্ কেউ আধার কার্ড দেখতে চাইলেও দেখাবেন না। ফটোকপিও দেবেন না। শুধুমাত্র মাস্কড কপি করিয়ে রাখুন।