আজ খবর (বাংলা), শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ভারত, 24/05/2022 : কাশ্মিরী পন্ডিত রাহুল ভাট হত্যার পর আজ প্রথমবার প্রতিবাদ আন্দোলনে বসা রাহুলের সহকর্মী ও অন্যান্য কাশ্মিরী পন্ডিতদের সাথে দেখা করলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ শাহ।
জম্মু ও কাশ্মীরের চাদুরা তহসিলের অফিস কর্মীকে নির্মমভাবে জঙ্গীরা হত্যা করেছিল গত 12ই মে তারিখে। রাহুলের মৃত্যুর প্রতিবাদে এবং হত্যাকারী জঙ্গীদের শাস্তি চেয়ে প্রতিবাদ আন্দোলনে বসেন রাহুলের সহকর্মীরা এবং কাশ্মিরী পণ্ডিতেরা। আজ তাঁদের সাথেই দেখা করলেন কাশ্মীরের ভারপ্রাপ্ত রাজ্যপাল মনোজ শাহ।
প্রতিবাদীরা জানিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর তাঁদের সুবিচার পাওয়ার জন্যে আশ্বাস দিয়েছেন। এছাড়াও প্রয়াত রাহুল ভাটের স্ত্রীকে একটি সরকারী চাকরি এবং অর্থনৈতিক সাহায্য দেওয়া হবে বলে জানা যাচ্ছে।