![]() |
সূর্য দে (ছবি সুর্যবাবুর সোশ্যাল মিডিয়া থেকে) |
আজ খবর (বাংলা) ডানকুনি, হুগলি, পশ্চিমবঙ্গ, 21/05/2022 : এলাকার ছেলেদের কাজে না নেওয়ার জন্য বস্ত্র বিপনী সংস্থার বিরুদ্ধে আন্দোলনের হুমকি তৃণমূল কাউন্সিলারের। ঘটনাটি গতকাল ঘটেছে ডানকুনিতে।
সোশ্যাল মিডিয়ায় লাইভ করে আন্দোলনের প্রছন্ন হুমকি দেন ডানকুনি পুরসভার ১৮ নং ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলার সূর্য দে। ভিডিওটি ভাইরাল হতেই সমালোচনার ঝড়, কটাক্ষ শুরু হয়ে গিয়েছে বিরোধীদের। জানা গেছে ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে একটি বস্ত্র বিপনী সংস্থার শো-রুমের বহুতল আবাসন নির্মাণকাজ হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ওই নির্নিয়মান বহুতলের ভিতরে মধ্যে প্রবেশ করে কর্মরত কর্মীদের উদ্দেশ্যে কাউন্সিলার বলছেন "কোম্পানী এলাকার চার পাঁচটা ছেলেকে কাজে নিযুক্ত না করলে আন্দোলন হবে।" এক কথায় আন্দোলন করে সংস্থা বন্ধ করে দেওয়ার প্রছন্ন হুমকি দেন ঐ কাউন্সিলার।
কর্মীদের উদ্দেশ্যে বলার সময় একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে লাইভ করা হচ্ছিল। ওই লাইভ ভিডিও টি কাউন্সিলারের সোশ্যাল মিডিয়ায় নিজস্ব একাউন্ট থেকেই লাইভ করা হচ্ছিল। যদিও এবিষয়ে ওই সংস্থার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও কটাক্ষ করেছে বিজেপি ও সিপিআইএম। বিজেপির অভিযোগ কাউন্সিলার কাটমানি চেয়েছিল, পায়নি। তাই এবার চাকরির দাবি জানিয়ে আন্দোলন করার হুঁশিয়ারি দিচ্ছেন। যদিও এ বিষয়ে ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলার বলেন হুঁশিয়ারি নয় এলাকার চার পাঁচটি গরিব ছেলে যাতে কাজ পায় তার দাবি রেখেছি সংস্থার কাছে। বিজেপির অভিযোগ প্রসঙ্গে কাউন্সিলার বলেন ওনাদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না, আমি কাটমানি চাইলে লোক তা বলবে।
এর পাশাপাশি স্থানীয় সিপিআইএম নেতা মানিক সরকার বলেছেন শুধু ডানকুনি নয়, সারা বাংলা জুড়ে তৃণমূল দাদাগিরি ও তোলাবাজি করে চলেছে, এটা নতুন কোনো কথা নয়।
* ছবির সত্যতা আজ খবর যাচাই করে নি।
রিপোর্ট : তন্ময় ভৌমিক, ডানকুনি, হুগলি