![]() |
অমিত শাহ ও সৌরভ গাঙ্গুলী (ফাইল চিত্র) |
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 06/05/2022 : ঠাসা কর্মসূচীর মাঝেও আজ স্বরাষ্ট্রমন্ত্রী বেহালায় সৌরভ গাঙ্গুলীর বাড়িতে যাচ্ছেন। সৌরভের বাসভবনে অমিত শাহের সফরকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।
আজ দিনভর ঠাসা কর্মসূচী রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের। এই মুহুর্তে তিনি আছেন উত্তরবঙ্গে। গতকাল দার্জিলিংয়ে রাত্রি যাপন করেছেন তিনি। আজ সেখানেই কিছু বথক সেরেছেন। আর কিছুক্ষণ পরেই তিনি পৌঁছে যাবেন বাগডোগরা বিমান বন্দরে।
এরপর আকাশপথে তিনি এসে পৌঁছাবেন কলকাতার দমদম বিমানবন্দরে। ঠিক ছিল, সেখানে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা শাহকে স্বাগত জানাবেন। কিন্তু কাশীপুরে দলীয় নেতার রহস্যজনকভাবে মৃত্যূ হওয়ায় ঐ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিজেপির যূব নেতা অর্জুন চৌরাশিযার ঝুলন্ত ডেহ উদ্ধার করা হয়েছে। রাজ্য বিজেপি স্বরাষ্ট্র মন্ত্রীকে ভোট পরবর্তী হিংসার ফের একটা অভিযোগ জানিয়েছে। অমিত শাহ যাচ্ছেন কাশীপুরের ঘটনাস্থলে।
![]() |
ফাইল চিত্র |
ঠাসা কর্মসূচী থাকলেও অমিত শাহ আজ বেহালা চৌরাস্তায় এসে সৌরভ গাঙ্গুলির বাড়িতে যাবেন বলে জানা গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই কর্মসূচীর কথা আগে জানানো হয় নি। এই কর্মসূচী হয় হঠাৎ করেই তৈরি করা হয়েছে অথবা গোপন রাখা হয়েছিল। তাই অমিত শাহের সৌরভ ভবন যাত্রা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
মানুষ জানতে চাইছে, সৌরভ গাঙ্গুলি কি তবে বিজেপিতে যোগ দিতে চলেছেন ? সৌরভকে কি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করতে চলেছে বিজেপি ? রাজ্যের সর্বত্র এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শুরু হয়েছে গুঞ্জন।
এর আগেও এই সম্ভাবনা দেখা দিয়েছিল, একই জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু সেই সময় হৃদ যন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। এই প্রসঙ্গটিও ফিকে হয়ে যায়। কিন্তু বিধানসভা ভোট মিটে যাওয়ার এক বছর পর ফের রাজ্য সফরে এসেছেন অমিত শাহ। আজ ফের একবার সৌরভের বাড়িতে যাচ্ছেন তিনি। তাই ফের পুরোন জল্পনা মাঠা চাড়া দিয়ে উঠতে চাইছে। প্রসঙ্গত উল্লেখ্য, বিসিসিআই কর্তা সৌরভের সাথেই সহকর্মী হিসেবে কাজ করেন অমিত শাহের পুত্র জয় শাহ।
গতবছর ভোটের ফল প্রকাশের পর থেকে বহু কর্মী বিজেপি ছেড়ে দিয়েছেন। সেই ধারা এখনও অব্যাহত। বিজেপির রাজ্য সভাপতি অর্জুন সিং যেভাবে প্রকাশ্যে কথা বলছেন, তাতে তিনিও যদি পদ্ম শিবির ছেড়ে ফের ঘাস ফুল শিবিরে যোগ দেন তাহলেও অবাক হওয়ার কিছু নেই। কিন্তু ভাঁটার টান থাকলেও সৌরভকে যুক্ত করে অমিত শাহ কি বিজেপিতে নতুন কোনো সম্পদ যুক্ত করতে পারবেন ? নাকি পুরোটাই সৌজন্য সাক্ষাত্কার !