![]() |
মন্ত্রীসভার বৈঠকে ব্রাত্য বসু |
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 26/05/2022 : এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য হিসেবে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে চাইলেন পশ্চিমবঙ্গের মন্ত্রীরা।
এতদিন যে নিয়ম চলে আসছিল, সেই নিয়মের বদল ঘটাতে চাইছে মন্ত্রীসভা। এতদিন রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে ষাণ্মাণ জানানো হত রাজ্যের রাজ্যপালকে।
কিন্তু বিগত দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্ন বিষয় নিয়ে আচার্য এবং উপাচার্যের মধ্যে মতানৈক্য দেখা গিয়েছে। কিছু কিছু সময় এই রাজ্যে আচার্য ও উপাচার্যের বিরোধিতায় রাজনৈতিক রং দেখতে শুরু লড়েছেন অনেকেই। বিরোধিতা গিয়েছে তিক্ততার পর্যায়ে। সংবাদ মাধ্যমে তা প্রকাশ্যেও এসেছে বারংবার।
আজ রাজ্যের মন্ত্রীসভা একটি বৈঠক করে। যেখানে এই বিষয়ে বিলল্প ব্যবস্থার কথা বলা হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় এবার আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণ করার সুপারিশ করা হবে। দরকারে নতুন আইন আনা হবে। বিষয়টি রাজ্যপাল না মানলে অর্ডিন্যান্স জারি করা হবে। তবে এটাও ঠিক যে অর্ডিন্যান্স বেশি দিন ধরে ফেলে রাখা যায় না। সে ক্ষেত্রে রাজ্যপাল এই ব্যাপারে অসম্মত হলে এবং দীর্ঘদিন ধরে তা ফেলে রাখলে সুপ্রীম কোর্টের নির্দেশে তা খারিজ হয়ে যেতে পারে। বিষয়টি কোন দিকে মোড় নেয় সেই দিকেই নজর থাকবে।