জ্ঞানবাপী মসজিদ : আদালত রায় দিতে পারে আজ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


জ্ঞানবাপী মসজিদ : আদালত রায় দিতে পারে আজ

Share This

জ্ঞানবাপী মসজিদ : আদালত রায় দিতে পারে আজ


আজ খবর (বাংলা), বারানসী, উত্তর প্রদেশ, 24/05/2022 : বারাণসীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে আজ চুড়ান্ত ফয়সালা করতে পারে বারানসী জেলা আদালত। 

বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গন স্পর্শ করে রয়েছে জ্ঞানবাপী মসজিদ। এই মসজিদের অবস্থান নিয়েই রয়েছে বিতর্ক। বলা হয় মুঘল আমলে মন্দির প্রাঙ্গনেই সম্রাট ঔরঙ্গজেব এই মসজিদ গড়ে তুলেছিলেন। আর এই বিতর্ক নিয়েই বারানসী জেলা আদালতে মামলার সূত্রপাত। আদালতের পক্ষ থেকে ঐ মসজিদের হিমায়তখানায় কড়া নিরাপত্তা ও নিরপেক্ষতার সাথে সার্ভে চালাতে বলা হয়েছিল আইএসআইকে। 

কয়েকদিন ধরে সার্ভে চালিয়ে আদালতে আন এডিটেড ভিডিও রেকর্ডিং সহ রিপোর্ট জমা দেয় আইএসআই। 

এর পর চলে দুই পক্ষের বক্তব্য পেশ করার পালা। গতকাল এই মামলার শুনানি শেষ হয়েছে। আজ রায়দান করতে পারে আদালত।

হিন্দু পক্ষের আইনজীবী মদন মোহন যাদব জানিয়েছেন, "হিমায়ত খানা থেকে পাওয়া গিয়েছে একটি শিবলিঙ্গ। আমাদের এই লড়াই বাড়ি বা জায়গা দখলের জন্যে নয়, আমাদের লড়াই ঈশ্বরকে পূজো করার অধিকারের লড়াই। প্রতিপক্ষ চেয়েছিল শিবলিঙ্গকে ফোয়ারা বলে চালিয়ে এই মামলার দফারফা করতে। কিন্তু আমরা তা হতে দিতে পারি না। আজও আমরা আমাদের বক্তব্য আদালতকে জানাচ্ছি। বিকেল চারটে পর্যন্ত সেই বক্তব্য পেশ করার পালা চলতে পারে। সম্ভবত তার পরেই কোনো সিদ্ধান্ত আদালত গ্রহণ করতে পারে এবং আজকেই রায় ঘোষনা করে দিতে পারে।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages