আজ খবর (বাংলা), আগরপাড়া, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ, 25/05/2022 : রেলের পক্ষ থেকে আগরপাড়া রেলস্টেশন চত্বরে উচ্ছেদ করতে আসলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
অন্যান্য অনেক রেল স্টেশনের মতই আগরপাড়া স্টেশনে পুরনো রেল কোয়ার্টার রয়েছে। যেগুলির অবস্থা অত্যন্ত জীর্ণ। তাই রেলের পক্ষ থেকে সেইসব জরাজীর্ণ কোয়ার্টারগুলিতে রং দিয়ে কনডেমনড বা পরিত্যক্ত বলে লিখে দেওয়া হয়েছে। ঐ কোয়ার্টারগুলিতে থাকা বাসিন্দাদের উঠে যাওয়ার নোটিশও দেওয়া হয়েছে।
সেই নোটিশের তারিখ অনুযায়ীই রেল কর্তারা এবং আরপিএফ আগরপাড়া রেল স্টেশন চত্বরে উচ্ছেদ করতে গেলে গন্ডগোলের সূত্রপাত হয়।
এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বাধার সৃষ্টি করায় উচ্ছেদ করতে পারেনি রেল কর্তৃপক্ষ। ঐ কোয়ার্টারে থাকা বাসিন্দারা দাবী করেন, ঐ এলাকায় তারা 50 থেকে 70 বছর ধরে বাস করছেন। তাই পুনর্বাসনের ব্যবস্থা না করে তাঁদের উচ্ছেদ করা যাবে না। এর জন্যে তাঁরা দরকার হলে বড়সড় আন্দোলন করবেন। শেষ পর্যন্ত উচ্ছেদ না করেই ফিরে যেতে হয় রেল কর্তৃপক্ষকে। তবে কোয়ার্টারগুলির যা অবস্থা তাতে যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই অবস্থায় রেল কি ফের এই এলাকায় উচ্ছেদ অভিযান চালাবে ? এই প্রশ্নের উত্তর অবশ্য দিতে পারেন নি উচ্ছেদ করতে আসা কর্তারা। সাংবাদিকদের বলা হয়েছে এই বিষয়ে পরে ডিআরএম অফিস থেকে জানানো হবে।
রিপোর্ট : সৃঞ্চিনী পোদ্দার