আজ খবর (বাংলা), কলম্বো, শ্রীলঙ্কা, 06/05/2022 : শ্রীলঙ্কায় দেশজুড়ে এমার্জেন্সি পরিস্থ্তি ঘোষিত হতে চলেছে। আজ মধ্যরাত থেকেই শ্রীলঙ্কার সর্বত্র এমার্জেন্সি বলবৎ হয়ে যাবে বলে সেই দেশের রাষ্ট্রপতি গোটবায়া রাজাপক্ষে জানিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে নিউজ এজেন্সি মারফত।
শ্রীলঙ্কায় বেশ কিছুদিন ধরেই খাদ্য ও বিদ্যুৎ সঙ্কট চলছে। চুড়ান্ত আর্থিক সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। এই সঙ্কট এখন মারাত্মক অবস্থা ধারণ করেছে। শ্রীলঙ্কার বাজারের অত্যাবশ্যক যে সব সামগ্রী বিক্রি হচ্ছে, তা ক্রয় করার ক্ষমতা নেই সাধারন মানুষের। ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি দিন কাটছে শ্রীলঙ্কার মানুষের।
এই অবস্থায় দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে সাধারন মানুষের এবং ট্রেড ইউনিয়নগুলির ক্ষোভ মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছে। শ্রীলঙ্কার বহু হায্গা থেকে সরকার বিরোধী বিক্ষোভ ও আন্দোলনের খবর পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় প্রতিবেশি দেশগুলির ওপর ভরসা করা ছাড়া আর কোনো বিকল্প খোলা নেই শ্রীলঙ্কার সামনে। ইতিমধ্যেই প্রতিবেশি দেধ ভারত শ্রীলঙ্কার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও তা দিয়ে সমাধান সম্ভব নয়। তাই এই মুহুর্তে স্টেট অফ এমার্জেন্সি ঘোষনা করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। রাষ্ট্রপতি ইতিমধ্যেই ক্যাবিনেট মন্ত্রীদের সাথে বৈঠক সেরে নিয়েছেন।
প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষে ও অন্যান্য মন্ত্রীদের পদত্যাগ করতে বলা হয়েছে। এরপর যদি পরিস্থিতি বদলায় অথবা নতুন সরকার পরিস্থিতি বদলানোর দায়িত্ব নেয় তবেই ফের শ্রীলঙ্কায় নতুন করে সরকার গঠন করা সম্ভব হবে বলে জানানো হয়েছে। আপাতত দেশজুড়ে স্টেট অফ এমার্জেন্সি বলবৎ করা থাকবে।