আজ থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে ‘মিতালি এক্সপ্রেস’ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আজ থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে ‘মিতালি এক্সপ্রেস’

Share This

আজ থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে ‘মিতালি এক্সপ্রেস’


আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], কলকাতা, পশ্চিমবঙ্গ, 01/06/2022 : আজ অর্থাৎ ১ জুন থেকে যাত্রা শুরু হতে যাচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন সার্ভিস ‘মিতালি এক্সপ্রেস’। ইতিমধ্যে ভারত ও বাংলাদেশ রেলের তরফে এনিয়ে বিজ্ঞপ্তি জারী হয়েছে এবং টিকিট বিক্রিও শুরু হয়েছে। 

বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মিতালী এক্সপ্রেস যাত্রা শুরু করবে, যাবে ঢাকা সেনানিবাস স্টেশন পর্যন্ত। এই ট্রেনের নতুন দিল্লীর ভারতের রেল মন্ত্রণালয়ের সদর দপ্তর রেল ভবন থেকে ভার্চুয়াল উদ্বোধন করবেন ভারতের রেলমন্ত্রী 


অশ্বিনী বৈষ্ণব এবং বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এই অনুষ্ঠান উপলক্ষ্যে বাংলাদেশের রেলমন্ত্রী ইতিমধ্যে ভারতে পৌঁছে গেছেন।  

ভারতীয় উত্তর পূর্ব রেল সূত্রে জানা গেছে, মিতালী এক্সপ্রেস ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে ৫১৩ কিলোমিটার যেতে সময় লাগবে নয় ঘণ্টা। ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত এই ট্রেনের থাকবে চারটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন কোচ এবং চারটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার।

ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে সপ্তাহের বুধবার ও রবিবার এবং ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সপ্তাহের বৃহস্পতিবার ও সোমবার ছাড়বে। ‘মিতালি এক্সপ্রেস’ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ভারতীয় সময় সকাল ১১.৪৫ টায় ছাড়বে আর ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশ সময় রাত ৯.৫০ মিনিটে ছাড়বে। 


ভারত বাংলাদেশের মধ্যে হলদিবাড়ি চিলাহাটি হয়ে মিতালি এক্সপ্রেস চালু হলে দুই প্রতিবেশী দেশের মধ্যে যোগাযোগ আরও সমৃদ্ধ হবে৷ বৃদ্ধি পাবে উত্তর-বাংলার ডুয়ার্স,পাহাড়ি এলাকার পর্যটন শিল্পও ৷

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages