আজ খবর (বাংলা), আন্তর্জাতিক: কলম্বো, শ্রীলঙ্কা, 30/05/2022 : চরম আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাওয়া দেশের হাল ফেরাতে মোট 15টি আর্থিক উপদেষ্টা কমিটি বানাতে চলেছে।
বিক্রমসিংহে জানিয়েছেন, স্রীলঙ্কায় আগেই তিনটি আর্থিক কমিটি কাজ করছিল। সেগুলো হল দ্য পাবলিক ফাইনান্স কমিটি, দ্য একাউনটস কমিটি এবং দ্য কমিটি অন পাবলিক এন্টারপ্রাইজেস।
এই কমিটিগুলির সাথেই নতুন আরও দুটি কমিটি কাজ শুরু করতে চলেছে। এছাড়াও নতুন করে মোট 10টি ওভারসাইট কমিটি গড়ে তলা হচ্ছে। এই কমিটিগুলি সরাসরি পার্লামেন্টে তথ্য পেশ করবে এবং সেইমত পার্লামেন্টও সিদ্ধান্ত নিটে পারবে।
স্রীলঙ্কার নতুন প্রেসিডেনট জানিয়েছেন দেশের মানুষ চাইছে দেশের কমিটিগুলিতে তরুন প্রজন্মের প্রতিনিধিত্ব থাক। এই কারনে দেশের তরুন প্রজন্মকে নিয়ে আলাদা তিনটি কমিটি গড়ে তোলা হচ্ছে।
দেশের চরম আর্থিক সঙ্কটের মাঝেও বন্ধু দেশগুলির সহায়তায় ঘুরে দাঁড়াতে চাইছে শ্রীলঙ্কা। ভারতের মত দেশ বরাবর পাশে থেকে পর্যাপ্ত সহায়তা পাঠিয়ে গিয়েছে। এবার ঘুরে দাঁড়ানোর পালা শ্রীলঙ্কার।