গতকালের ঝড়ে নিখোঁজ মৎস্যজীবী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


গতকালের ঝড়ে নিখোঁজ মৎস্যজীবী

Share This

গতকালের ঝড়ে নিখোঁজ মৎস্যজীবী
দুলাল দাস


আজ খবর (বাংলা), কোন্নগর, হুগলী, পশ্চিমবঙ্গ, 22/05/2022 : গতকাল কাল বৈশাখী ঝড়ের মধ্যেই মাছ ধরতে গিয়ে গঙ্গায় তলিয়ে গিয়েছেন এক মৎস্যজীবী।

পেশায় মৎস্যজীবী দুলাল দাসের (60) বাড়ি হুগলী জেলার কোন্নগরে। গতকাল বিকেলে গঙ্গায় মাছ ধরবেন বলে নৌকা নিয়ে মাঝ গঙ্গায় জাল ফেলেন তিনি। তাঁর সঙ্গে ছিল আরও দুই ব্যক্তি। 


এমন সময় ঝড় ওঠে। উথালপাথাল নদীতে নৌকাকে নিয়ন্ত্রণে রাখাই কষ্টকর হয়ে দাঁড়ায়। অবস্থা বেগতিক দেখে অন্য দুই ব্যক্তি জলে ঝাঁপ মারেন। এমন সময় নৌকা উল্টে যায় এবং ডুবে যায়। 

দুলাল দাস জলে পড়ে যান। বাকি দুজন প্রায় আধ ঘন্টা সাঁতার কেটে পাড়ে এসে ওঠেন। কিন্তু দুলালবাবু তলিয়ে যান। তাঁর আর কোনো সন্ধান মেলে না। খবর দেওয়া হয় পুলিশে। দুলালবাবুর খোঁজে উদ্ধারকারী দল পাঠানো হয়। জলে ডুবুরিও নামানো হয়। মাঝ গঙ্গায় লঞ্চ এবং স্পিড বট নিয়ে তল্লাশিও চালানো হয়। আজ তাঁর খোঁজে জলে নামে ডিজাস্টার ম্যানেজমেন্ট এর ডুবুরিরা।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages