শহরে ফের এক অভিনেত্রীর মৃত্যূ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


শহরে ফের এক অভিনেত্রীর মৃত্যূ

Share This

শহরে ফের এক অভিনেত্রীর মৃত্যূ
মঞ্জুষা নিয়োগী


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 27/05/2022 : কলকাতায় পরপর অভিনেত্রীর মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। বিদিশার পর তাঁরই বন্ধু মঞ্জুষা নিয়োগীর মৃতদেহ উদ্ধার হল পাটুলি থেকে। পেশায় অভিনেত্রী ও মডেল ছিলেন মঞ্জুষা।

প্রথমে পিয়ালি, তারপর বিদিশা এবং তারপর নিজেকে শেষ করে দিলেন উঠতি অভিনেত্রী ও মডেল মঞ্জুষা নিয়োগী। 

মঞ্জুষা মাস ছয়েক আগেই বিয়ে করেছিলেন। তাঁর স্বামী যথেষ্ট ভাল ছেলে বলে জানিয়েছেন মঞ্জুষার মা। কিন্তু কেন হঠাৎ করে মঞ্জুষা আত্মহত্যা করলেন, তাই নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই অভিনেত্রী পল্লবী দে'র ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল।

বিদিশা দে মজুমদার

মঞ্জুষা বিদিশার বন্ধু ছিলেন বলে জানা যাচ্ছে। বিদিশার মত তিনিও মানসিক অবসাদে ভুগছিলেন। প্রথমত গ্ল্যামার ওয়ার্ল্ড বেশ কঠিন। সেই জগতে প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে গিয়ে পরপর ব্যর্থতা এই উঠতি অভিনেত্রীদের চরম হতাশার দিকে ঠেলে দিচ্ছে। যার পরিণাম আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। 

বিদিশা, মঞ্জুশারা বিভিন্ন প্রজেক্টে বারবার অডিশন দিয়েও ব্যর্থ হচ্ছিলেন। বিদিশা আত্মঘাতি হওয়ায় অবসাদ আরও কঠিনভাবে চেপে বসেছিল মঞ্জুষার মনে। তিনি পরিবারের লোকেদের আত্মহত্যার কথা বার বার বলছিলেন। গতকাল রাত্রি 11টা পর্যন্ত তিনি ফোনে বন্ধুদের সাথে কথা বলেছেন। আর আজ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হল।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages