আজ খবর (বাংলা), কামারহাটি, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ, 29/05/2022 : পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক বর্জনের নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার। আর সেই নির্দেশ মানতে এবার দোকানে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করলেন কামারহাটি পৌর সভার পৌর প্রধান গোপাল সাহা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম উদ্যোগ নির্মল বাংলা। এই প্রকল্পকে বাস্তবায়িত করতে এবার সচেষ্ট হলো কামারহাটি পৌরসভা।
আজ সকালে সরকারি নির্দেশ মানতে কামারহাটি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন পুরপ্রধান গোপাল সাহা। রায় কলোনি এলাকার বহু দোকানে দোকানে গিয়ে ৭৫ % মাইক্রনের চেয়ে কম পুরু প্লাস্টিক ব্যবহার না করার কথা বলেন কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা। কামারহাটি পৌর অঞ্চলের সমস্ত দোকানে ৭৫% মাইক্রনের চেয়ে কম পুরু প্লাস্টিক ব্যবহারে পৌরসভার উদ্যোগে কঠোর নির্দেশিকা ঘোষণা করেছে পৌরসভা। আগামী ১লা জুন থেকে দোকান-বাজারে অবৈধ প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে কামারহাটি পৌরসভা। আর এই নিয়ম না মানলে হতে পারে ৫০০ টাকা জরিমানা।
আজ সকালে বেলঘরিয়া ফুটবল ক্লাবের উদ্যোগে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাইকিং এর মাধ্যমে প্রচার চালানো হয়। এই দিন সকালে নিজে দোকানে গিয়ে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারের অপকারিতা সম্পর্কে বোঝান দোকানদারদের। এমনকি প্রত্যেক দোকানে গিয়ে আজ সোয়েট কাপড়ের ক্যারি ব্যাগ দেওয়া হয়।।
বেলঘরিয়া ফুটবল ক্লাবের সম্পাদক বিশ্বনাথ সেনগুপ্তের তত্ত্বাবধানে এইদিনের এই অভিযান চলে। এছাড়াও উপস্থিত ছিলেন দমদম সংসদীয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চিরঞ্জীব বিশ্বাস, বেলঘরিয়া মহুয়া ক্লাবের সদস্যরা এবং বেলঘরিয়া ফুটবল ক্লাবের সদস্যরা।
প্রশাসন সূত্রের খবর, প্লাস্টিকের ব্যবহার কমাতে গত বছরের সেপ্টেম্বরে বৈধ প্লাস্টিকের ঘনত্ব ৫০ থেকে বাড়িয়ে ৭৫ মাইক্রন করা হয়েছে। যার জন্য ‘প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সংশোধনী আইন, ২০২১’ আনা হয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে ১২০ মাইক্রনের কম পুরু প্লাস্টিক পুরোপুরি নিষিদ্ধ হয়ে যাবে। এর আগেও কামারহাটি পৌরসভার পক্ষ থেকে বাজারে ঘুরে অভিযান চালান পৌরপ্রধান গোপাল সাহা। প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি। তবে সেই উদ্যোগ সাফল্য লাভ করেনি। তবে এবার কড়া হাতে রাশ টানলো কামারহাটি পৌরসভা। আগামী ১লা জুন থেকে এই নিয়ম না মানলে বন্ধ করা হতে পরে দোকান।
রিপোর্ট : সৃঞ্চিনী পোদ্দার