![]() |
সফল অস্ত্রপচার |
আজ খবর (বাংলা), ভোটপট্টি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 04/05/2022 : অন্য গাছ থেকে চা'পাতা গাছের উপর পড়ে গিয়েছিল জয়ন্ত। আর তাতেই বিপত্তি। গাছের ডাল কানের পাশ দিয়ে ফুঁড়ে ঢুকে গিয়েছিল।
জানা গেছে, ময়নাগুড়ি ব্লকের ভোটপাট্টি বড়ুয়া পাড়ার জয়ন্ত রায় (১২) গতকাল বাবার সাথে বাড়িতে অক্ষয় তৃতীয়ার দিন বাস্তু পুজোর জন্য জিগা গাছের ছাল ছাড়াতে গিয়েছিল।
ডাক্তার সঞ্জীব রায়ের তত্বাবধানে চলে চিকিৎসা। গতকাল রাতে সফল অপারেশন করে চা পাতা ও ডাল বের করে ডাঃ সঞ্জীব রায়। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার সঞ্জীব রায় জয়ন্তর অস্ত্রোপচার করে কানের পাস থেকে চা পাতা গাছের ডাল সহ চা পাতা বের করেন। বর্তমানে সুস্থই রয়েছে জয়ন্ত।
Loading...