আজ খবর (বাংলা), আগরতলা, ত্রিপুরা, 16/05/2022 : ত্রিপুরেশ্বরী মন্দিরে এসে পূজো দিয়ে আশির্ব্বাদ চেয়ে নিয়ে গেলেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা।
দলের নির্দেশে হঠাৎ করেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পাঁচ বছরের মেয়াদ তিনি পুর্ণ করেন নি। হাতে রয়েছে এখনও 10টা মাস। এই রকম একটা সময় মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গিয়েছেন বিপ্লব দেব। ইস্তফা পত্র তুলে দিয়েছেন ত্রিপুরার রাজ্যপালের হাতে।
ত্রিপুরায় নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন মানিক সাহা। আজ দুপুরে মানিকবাবু চলে আসেন মাতাবাড়ির ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখানে এসে তিনি পূজো দেন এবং আশির্ব্বাদ চেয়ে নেন।
মানিক সাহার সঙ্গে ছিলেন ত্রিপুরার পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক। জেলাশাসক রেভেল হেমেন্দ্র কুমার ও ত্রিপুরা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষ্যে মাতাবাড়ি অঞ্চলকে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল।
রিপোর্ট : বাণীব্রত দত্ত