আজ খবর (বাংলা), হরিদ্বার, উত্তরাখন্ড, 04/05/2022 : পতঞ্জলি রিসার্চ সেন্টার যেভাবে ভারতীয় প্রাচীন চিকিৎসাবিদ্যার নব জন্ম দিয়েছে তার ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পীযুষ গোয়েল।
হরিদ্বার সফরে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল চলে গিয়েছিলেন হরিদ্বারের কাছে থাকা পতঞ্জলি রিসার্চ ইন্সটিটিউটে। সেখানে তাঁকে দেখানো হয়, কিভাবে পতঞ্জলি রিসার্চ ইন্সটিটিউট ভারতীয় আয়ুর্বেদ নিয়ে নিরন্তর গবেষণা করে চলেছে। সব কিছু দেখে অভিভূত হয়ে যান পীযুষ গোয়েল।
মন্ত্রী বলেন, "পতঞ্জলি রিসার্চ সেন্টারটি ঘুরে দেখার সৌভাগ্য আমার হয়েছে। যেখানে ভারতীয় সনাতনী আয়ুর্বেদ প্রতি নিয়ত নব জন্ম গ্রহণ করছে। আমাদের দেশেই নতুন মেডিকেল সায়েন্স ও প্রাচীন মেডিকেল সায়েন্সের মেল বন্ধন ঘটেছে। আমাদের ভারতবর্ষ সেই কারনে যথেষ্ট প্রসিদ্ধ গোটা বিশ্বে।"
কেন্দ্রীয় মন্ত্রী এরপর গঙ্গা আরতি দেখতে হর কে পেয়ারি ঘাটেও যান এবং গঙ্গারতি দর্শন করেন। তিনি বলেন, "মা গঙ্গার কাছে ফের আসতে পেরে ভাল লাগছে। আজ মায়ের কাছে সকলের জন্যে আনন্দ, শান্তি, খুশি, সুস্বাস্থ্যের জন্যে প্রার্থনা করেছি।"
ছবি সৌজন্যে : ANI