আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 24/05/2022 : আজ ফের সিবিআই হাজিরা এড়িয়ে যাচ্ছেন বীরভূমের তৃণমুল নেতা অনুব্রত মন্ডল।
ভোট পরবর্তী হিংসার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে আজ কলকাতার সিবিআই অফিসে ডাকা হয়েছিল তাঁকে। তবে সম্ভবত তিনি আজ সিবিআই অফিসে আসছেন না। যদিও এই ব্যাপারে তাঁর তরফ থেকে কিছু জানানো হয় নি।
এর আগে একই মামলায় মোট তিনবার অনুব্রত মন্ডলকে কলকাতার সিবিআই অফিসে ডাকা হয়েছিল। ভোটের পর বীরভূমের ইলামবাজার অঞ্চলে এক বিজেপি কর্মী খুন হয়ে যাওয়ার তদন্ত করতেই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই।
কিন্তু এর আগে তিন বারই অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে গিয়েছেন বীরভূমের এই দাপুটে তৃনমুল নেতা। এই মামলায় আজকের তলব চতুর্থবার। সূত্র মারফত জানা যাচ্ছে এই মুহুর্তে অনুব্রত মন্ডল রয়েছেন বীরভূমের বাড়িতেই। এদিকে কলকাতার সিবিআই দপ্তরে তাঁর পৌঁছানর কথা ছিল বেলা সাড়ে 12 টার মধ্যে।
বীরভূমের বাড়ি থেকে কলকাতা রওনার কোনো প্রস্তুতি এখনও পর্যন্ত দেখা যায় নি অনুব্রতর। শেষবার সিবিআই অফিসে জিজ্ঞাসাবাদ পড়ব মিটিয়ে তিনি চেক আপের জন্যে সোজা চলে গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে তিনি ফিরে এসেছিলেন তাঁর বীরভূমের বাড়িতে। আর তখন থেকে একবারের জন্যেও প্রকাশ্যে বা সাংগঠনিক কোনো কাজে দেখা যায় নি তাঁকে।
যেটা জানা যাচ্ছে, তিনি অসুস্থ, ডাক্তারের পরামর্শ অনুযায়ীই 15 দিন বিশ্রামে থাকতে চান তিনি। পাল্টা সিবিআই এবার কি ব্যবস্থা গ্রহণ করে সেদিকেই নজর থাকবে।