আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই, মহারাষ্ট্র, 01/06/2022 : "জিন্দেগি দো পল কি" কাইটস ছবির এই গানটি গেয়েছিলেন কেকে, খুব জনপ্রিয়তা পেয়েছিল। আর এই গানটির মর্ম বুঝিয়ে দিয়ে মাত্র 54 বছর বয়সে সব জনপ্রিয়তা পিছনে ফেলে চিরকালের জন্যে ঘুমের দেশে পাড়ি দিলেন সঙ্গীত শিল্পী কেকে।
কৃষ্ণকুমার কুন্নথকে সঙ্গীত প্রেমীরা চিনতেন কেকে নামেই। বলিউডে বেশ কিছু গান তিনি গেয়েছেন, যা কিনা তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল। তামিল, তেলেগু, কন্নড়, হিন্দী এবং বাংলা ভাষায় বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে তাঁর গানের ঝুলিতে।
কেকে কলকাতায় এসেছিলেন গুরুদাস কলেজের হয়ে একটি অনুষ্ঠানে গাইতে। কলকাতায় এসে উঠেছিলেন গ্র্যান্ড হোটেলে। 31 তারিখে তাঁর অনুষ্ঠান ছিল নজরুল মঞ্চে। নিজের গাওয়া একের পর এক গান গেয়ে মাতিয়ে রেখেছিলেন মঞ্চ। ছন্দ পতন হল তার পরেই। অনুষ্ঠানের শেষে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন কেকে। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় সিএমআরআই হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। ডাক্তাররা জানিয়ে দিলেন প্রয়াত হয়েছেন সঙ্গীত শিল্পী কেকে।
তাঁর অকাল প্রয়াণে শোক স্তব্ধ বলিউড। সোনু নিগম থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল কেউই তাঁর অকাল প্রয়াণকে মেনে নিতে পারছেন না। পদ্মশ্রী সোনু নিগম টুইট করে লিখেছেন, "কেকে আমার ভাই, এটা কি হল !" 'মেহেকি হাওয়া মে' গানটা সোনু নিগম আর কেকে একসাথেই গেয়েছিলেন ছবিতে।
কেকের সাথে চার বার ন্যাশানাল এওয়ার্ড মঞ্চ ভাগ করে নেওয়া শ্রেয়া ঘোষাল লিখেছেন, "এই খবরটা পেয়ে আমার মাথা আর কাজ করছে না। কেন ?? আমার হৃদয় খান খান হয়ে যাচ্ছে।" সঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার বিশাল দাদলানি লিখেছেন, "চোখের জল আর বাঁধ মানছে না। কি অসাধারণ সঙ্গীত শিল্পী ছিলেন ! কি আওয়াজ ! কি দুর্দান্ত মানুষ ছিলেন ! কেকে চিরকালীন।"
জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোহিত চৌহান লিখেছেন, "কেকে এটা ঠিক হল না। এটা তোমার যাওয়ার সময় নয়। আমাদের তো একসাথে বেড়াতে যাওয়ার কথা হয়েছিল। এবার কিভাবে তাহলে যাওয়া হবে ? একটা ভাই, ইয়ার ডিয়ার বন্ধু চলে গেল। শান্তিতে ঘুমাও।"