গুরুংকে নিয়ে যাওয়া হল দার্জিলিংয়ের বাইরে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


গুরুংকে নিয়ে যাওয়া হল দার্জিলিংয়ের বাইরে

Share This

গুরুংকে নিয়ে যাওয়া হল দার্জিলিংয়ের বাইরে


আজ খবর (বাংলা), [রাজনীতি], দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 30/05/2022 : আরও অবনতি হল অনশন রত মোর্চা প্রধান বিমল গুরুং এর শারীরিক পরিস্থিতি। তাঁকে নিয়ে যাওয়া হল দার্জিলিংয়ের বাইরে।

আগামী 26 তারিখে দার্জিলিং পাহাড়ে জিটিএ নির্বাচনের দিন ঘোষনা করা হয়েছে, ফলাফল 29 তারিখে।

পাহাড়ে জিটিএ ভোটের এই দিনক্ষণের বিরোধিতা করেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। প্রতিবাদ জানাতে তিনি আমরণ অনশনে বসে পড়েন। অনশনে বসার তৃতীয় দিনেই শরীর খারাপ হয়ে যায় তাঁর। 

রবিবার বিমল গুরুং এর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এরপর টানা 103 ঘন্টা অনশনে থাকার পর বিমল গুরুংকে দার্জিলিং হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেও অনশনের প্রক্রিয়া থেকে সরে আসেন নি মোর্চা প্রধান বিমল গুরুং। 

আজ তাঁর শারীরিক পরিস্থিতি আরও কিছুটা খারাপ হলে তাঁকে দার্জিলিংয়ের বাইরে কোথাও নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক কোথায় তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে তা জানা না গেলেও তাঁকে সিকিমের কোথাও নিয়ে যাওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বিমল গুরুং এর রক্তে উচ্চচাপ জনিত সমস্যা আছে। তাঁর দেহে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য ঠিক নেই। প্রস্রাবের সাথে রক্তও আসছে। তবু অনশনে অনড় মোর্চা প্রধান বিমল গুরুং। পাহাড়ে ভোটের দিন পরিবর্তন করতে মমতা ব্যানার্জিকে চিঠি দিচ্ছেন মোর্চার শীর্ষ নেতারা।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages