আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 28/05/2022 : প্রখর রৌদ্র এবং ভ্যাপসা গরমে প্রাণ আইঢাই শহরবাসীর, রীতিমতো হাঁসফাস অবস্থা। এই মুহুর্তে এক পশলা বৃষ্টির দিকে তাকিয়ে আছেন শহর কলকাতার মানুষজন।
আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গণেশ কুমার দাস জানালেন, "উত্তর উড়িষ্যার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এছাড়া নেপাল থেকে ঝাড়খন্ড পর্যন্ত রয়েছে আরেকটি নিম্নচাপ অক্ষরেখা। এর ফলে তাপমাত্রা আরো এক ডিগ্রী বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কলকাতায় তাপমাত্রা ৩৮ ডিগ্রির উপরে থাকবে আজ ও আগামীকাল। আজ থেকে ৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে।"
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছেন এই ঝড় বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০বণিক কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতায়। কলকাতায় তাপমাত্রা বাড়ার জন্য আদ্রতা জনিত অস্বস্তি বৃদ্ধি পাবে। আগামীকালও কলকাতায় বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে একটু বেশি বৃষ্টি হবে, বাদবাকি জেলাগুলিতে হালকা ঝড় বৃষ্টি হবে।
রিপোর্ট : জয় গুহ