আজ খবর (বাংলা), উত্তরপাড়া, হুগলী, পশ্চিমবঙ্গ, 19/05/2022 : বৃহস্পতিবার সকালে পরেশ অধিকারীর সন্ধান চাই লেখা পোস্টার মেরে হাতে পোস্টার নিয়ে উত্তরপাড়া সখের বাজার ও রাস্তায় রাস্তায় খোঁজ চালায় বাম ছাত্র-যুব কর্মীরা।
সিবিআই হাজিরা দিতে কলকাতা যাওয়ার জন্য জলপাইগুড়ি থেকে পদাতিক এক্সপ্রেস ধরেছিলেন পরেশ অধিকারী ও সঙ্গে ছিলেন তার মেয়ে অঙ্কিতা, কিন্তু কলকাতায় পৌঁছাননি তাঁরা। রেলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বর্ধমান স্টেশনে নেমেছেন দুজনেই। ছাত্র-যুবদের মতে হয়ত গা ঢাকা দিয়ে থাকতে পারেন তাঁরা।
পরেশ অধিকারী ও তাঁর মেয়ের সন্ধানে আজ জেলার বিভিন্ন জায়গায় খুঁজতে বেরোয় বাম ছাত্র-যুবরা।নেতৃত্বের বক্তব্য "দোষ করে না থাকলে আত্মগোপনের কি প্রয়োজন ? প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে স্কুলে চাকরি দিয়েছেন মেখলিগঞ্জের তৃনমূল বিধায়ক পরেশ অধিকারী"। আর এই নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। আজ জেলা সহ রাজ্যর বিভিন্ন থানায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নামে মিসিং ডায়রির কর্মসূচী নিয়েছে বাম ছাত্র-যুবরা। উত্তরপাড়া থানাতেও এই কর্মসূচী হয় আজ।
শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে শেষ সুযোগ দিতে চেয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। আজ দুপুর তিনটের মধ্যে সিবিআই এর মুখোমুখি বসতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদি আজ দুপুর তিনটের মধ্যে তিনি হাজিরা না দেন, তাহলে তা আদালত অবমাননার সামিল হবেন। সুতরাং নিজাম প্যালেসে এবার হয়ত এসএসসি কাণ্ডে জবাবদিহি করতে আসতে দেখা যেতে পারে পরেশ অধিকারীকে।
রিপোর্ট : তন্ময় ভৌমিক, উত্তরপাড়া