কান উৎসব এর প্রতিবেদন নিয়ে দূরদর্শন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কান উৎসব এর প্রতিবেদন নিয়ে দূরদর্শন

Share This

কান উৎসব এর প্রতিবেদন নিয়ে দূরদর্শন

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 19/05/2022 : ভেতরের এক অনুভূতি সঙ্গে নিয়ে কান চলচ্চিত্র উৎসবের খুব কাছাকাছি থাকা, একজন চলচ্চিত্র প্রেমীর কাছে একটি বড় স্বপ্ন। ভারতীয় চলচ্চিত্র প্রেমীদের কাছে এটি একটি অসাধারণ চলচ্চিত্র যাত্রা,যা সাধারণ জীবনের অভিজ্ঞতার চেয়েও বেশি। দূরদর্শনের আন্তর্জাতিক চ্যানেল ডিডি ইন্ডিয়া আপনাকে বিশ্বব্যাপী চলচ্চিত্র জগতের কন্ঠের সমৃদ্ধশালী বৈচিত্র্য বোঝার ক্ষেত্রে এই অসাধারণ সরণীতে নিয়ে যাবে। ডিডি ইন্ডিয়া হ’ল – ভারতের একমাত্র টিভি নিউজ চ্যানেল যে, কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত রয়েছে এবং সেই উৎসব থেকে সরাসরি প্রতিবেদন পাঠাচ্ছে।

তারকাখচিত উপস্থিতিতে ভারতীয় প্যাভিলিয়নের উদ্বোধন ডিডি ইন্ডিয়াতে ৩৬০ ডিগ্রি কভারেজ পেয়েছে। ‘ইন্ডিয়া অ্যাট কানস্’ শীর্ষক দৈনিক আধ ঘন্টার একটি অনুষ্ঠান ডিডি ইন্ডিয়া ও ডিডি নিউজে সম্প্রচারিত হচ্ছে। এই অনুষ্ঠানে শক্তি, আবেগ, উদীয়মান প্রবণতা,একুশ শতকের চলচ্চিত্র উৎসবের প্রাসঙ্গিকতা সহ কান চলচ্চিত্র উৎসবের অসাধারণ অভিজ্ঞতা উঠে আসছে। এটি ভারতকে কন্টেন্ট হাব হিসাবে তুলে ধরেছে।উৎসব-স্থল থেকে তারকাদের ডিডি ইন্ডিয়ার সাক্ষাৎকার তাঁদের জীবন ও কাজের বিষয়ে আকর্ষণীয় দিক তুলে ধরেছে। 

এই চলচ্চিত্র উৎসবে ভারত কান ফিল্ম মার্কেটে সরকারিভাবে কান্ট্রি অফ অনার হওয়ায় ডিডি ইন্ডিয়া কান ফিল্ম সার্কিটে উঠে আসা বক্তব্যের সঙ্গে দর্শকদের যুক্ত করেছে। বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র প্রযোজক দেশ হিসাবে ভারতকে অন্বেষণ করার বিষয়ে শেখর কাপুরের গল্প, বিশ্বের কন্টেন্ট হাব হয়ে ওঠার জন্য ভারতের অপার সম্ভাবনার বিষয়ে  নওয়াজুদ্দিন সিদ্দিকির সংক্ষিপ্ত বিবরণ এবং গ্র্যামি পুরস্কার জয়ী রিকি কেজের এই চলচ্চিত্র উৎসবে আনন্দদায়ক শক্তির বিষয়ে বক্তব্য সহ গ্রাউন্ড জিরো থেকে উঠে আসা আকর্ষণীয় সাক্ষাৎকার পর্দায় স্পষ্টভাবে উঠে এসেছে।

‘ইন্ডিয়া অ্যাট কানস্’ দৈনিক এই অনুষ্ঠানটি রাত ১০টায় ডিডি ইন্ডিয়া ও রাত ১০টা ৩০ মিনিটে ডিডি নিউজে সম্প্রচারিত হচ্ছে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages