আজ খবর (বাংলা), বালি, হুগলী, পশ্চিমবঙ্গ, 04/05/2022 : বালি নিশ্চিন্দায় মধ্য রাতে শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল হলো, ঐ ঘটনায় আহত বেশ কয়েকজন পুলিশ কর্মী সহ দুই পক্ষের লোকজন।
ঘটনার সূত্রপাত গতকাল রাত সাড়ে নটা নাগাদ নিশ্চিন্দা থানা এলাকার পশ্চিমপাড়া তরুণদল ক্লাবের সামনে প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কর্মীদের সঙ্গে বর্তমান বিধায়ক কল্যান ঘোষ ঘনিষ্ঠ লোকজনদের মধ্যে। প্রাথমিক ভাবে এমনটাই জানা যাচ্ছে।
এলাকা দখল করাকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত।রাত গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষের উত্তাপ। রাত প্রায় দুটো নাগাদ নিশ্চিন্দা থানায় বিধায়ক কল্যাণ ঘোষের লোকদের বিরুদ্ধে অভিযোগ জানাতে ধর্নায়য বসে অপর গোষ্ঠীর লোকজন।
বিধায়কের বিরুদ্ধেও দেওয়া হয়ে স্লোগান। দোষীদের গ্রেপ্তারের দাবিতে দীর্ঘক্ষন এই বিক্ষোভ চলে। নিশ্চিন্দা থানা ঘেরাও করেও রাখা হয়, তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।