আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 22/05/2022 : এই প্রথম কলকাতা পুলিশের কোনো থানাকে সৌর বিদ্যুৎ চালিত করা হল।
দক্ষিন কলকাতার বেহালা অঞ্চলে সরশুনা থানাকে প্রথম সৌর বিদ্যুৎ চালিত হিসেবে ঘোষনা করল কলকাতা পুলিশ। 2011 সালে ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় বেহালা ও ঠাকুরপুকুর থানাকে ভেঙ্গে আরও তিনটি নতুন থানা তৈরি করেছিলেন। সেই নতুন তিনটি থানা হল সরশুনা, পর্ণশ্রী এবং হরিদেবপুর থানা। নতুন তিন থানা সমেত বেহালা এবং ঠাকুরপুকুর থানাকে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত করেন তিনি।
কলকাতা পুলিশে অন্তর্ভুক্ত হওয়ার পর আজ ফের নতুন খবর পাওয়া গেল। বেহালার সরশুনা থানাকে প্রথম সৌর বিদ্যুৎ চালিত থানা হিসেবে ঘোষনা করল কলকাতা পুলিশ। জীবন বীমা নিগমের সহযোগিতায় এবার থেকে সোলার সিস্টেমে চলবে সরশুনা থানা। আজ পুলিশ কমিশনার বিনীত গোয়েল সরশুনা থানায় এসে এই নতুন ব্যবস্থার উদ্বোধন করে গিয়েছেন।