রুজিরার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রুজিরার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

Share This

রুজিরার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
রুজিরা বন্দ্যোপাধ্যায়


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 07/05/2022 : তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ব্যানার্জির বিরুদ্ধে জামিন যোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লীর পাতিয়ালা হাউস কোর্ট। এই পরোয়ানা জারি করা হয়েছে কয়লা পাচার কাণ্ডে ইডির করা মামলার ভিত্তিতে।

দিল্লীর পাতিয়ালা হাউস কোর্টে কয়লা পাচার কাণ্ডে আর্থিক দুর্নীতি নিয়ে মামলা চলছিল। সেখানেই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ত্রেট স্নিগ্ধা সার্ভরিয়াকে ইডির তরফে জানানো হয় রুজিরা ব্যানার্জিকে সমন পাঠানো হলেও তিনি তদন্তের কাজে সহযোগিতা করেন না। তিনি দিল্লীতে এসে দেখাও করেন না। 

এর আগে অবশ্য দিল্লী হাইকোর্টে অভিষেকের তরফে আর্জি জানানো হয়েছিল যাতে কেন্দ্রীয় এজেন্সি দিল্লীতে ডাকলেই দিল্লীতে এসে জিজ্ঞাসাবাদের মুখোমুখি না হতে হয়। কিন্তু অভিষেকের সেই আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লী হাইকোর্ট। সেই কারনে দেখা গেল আজ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন যোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল পাতিয়ালা হাউস কোর্ট। সে ক্ষেত্রে অগষ্ট মাসের 20 তারিখে এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages