আজ খবর (বাংলা), [বিনোদন] মানসা, পঞ্জাব, 30/05/2022 : পাঞ্জাবের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভদীপ সিং সিধু আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। শুভদীপকে সঙ্গীত জগতে সবাই জানত সিধু মুস ওয়ালা নামে। প্রচুর জনপ্রিয় গান রয়েছে তাঁর।
পঞ্জাব পুলিশ সূত্রে জানা গিয়েছে সিধু মুস ওয়ালা রবিবার সন্ধ্যায় মানসা জেলার জাওহর গ্রামে অপর দুই সঙ্গীর সাথে একটি গাড়ি চালাচ্ছিলেন। তিনি অবশ্য বুলেটপ্রুফ গাড়ি বা পোশাক কিছুই পড়েছিলেন না। এমন সময় উল্টো দিক থেকে ছুটে আসা অন্য একটি গাড়িতে চেপে আততায়ীরা বুলেট বৃষ্টি করে, গুলির আঘাতে ঝাঁঝরা হয়েই মৃত্যু হয়েছে সিধু মুস ওয়ালার। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
প্রসঙৎ উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন সিধু মুসা তবে আম আদমি পার্টির প্রতিনিধি বিজয় সিংলার কাছে হেরে গিয়েছিলেন। জনপ্রিয় সঙ্গীত শিল্পী সিধু মুসা নিরাপত্তা বলয়ের মধ্যেই থাকতেন। মাত্র দুদিন আগে পঞ্জাবে সিধু মুসা সমেত মোট 424 জনের নিরাপত্তা বলয় তুলে নেওয়া হয়েছিল। সিধু মুসার খুনীকে ধরতে সরব হয়েছে বলিউডের শিল্পীরাও।