![]() |
সুতপা চৌধুরী |
আজ খবর (বাংলা), বহরমপুর, মুর্শিদাবাদ, 03/05/2022 : বহরমপুরে মেস থেকে ডেকে নিয়ে গিয়ে তরুণী ছাত্রীকে কুপিয়ে খুন। আতঙ্কে মেস ছাড়ছে জেলার অন্যান্য পড়ুয়ারা।
গতকাল ভর সন্ধ্যেবেলায় তরুণী ছাত্রী সুতপা চৌধুরিকে (20) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তারই পূর্ব পরিচিত সুশান্ত চৌধুরী। আগে একই সাথে টিউশন পড়ত দুজনে। দুজনের মেলামেশাও ছিল। কিন্তু কয়েক বছর ধরে সুশান্তকে এড়িয়ে চলত সুতপা। বিষয়টা মেনে নিতে পারে নি সুশান্ত। গতকাল ঈদের একদিন আগে, অক্ষয় তৃতীয়ার আগের দিন বহরমপুরের বাজার যখন সরগরম, তখন মেস থেকে বাইরে ডেকে সুতপাকে সকলের সামনে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে সুশান্ত। এক হাতে বন্দুক ধরে মোবাইলে সুতপার বাবার সাথে কথা বলতে বলতে রীতিমতো ফিল্মি কায়দায় কুপিয়ে কুপিয়ে সুতপাকে মারে সুশান্ত।
![]() |
আততায়ী সুশান্ত |
ঘটনাটা ঘটে সকলের সামনে এবং এসপি অফিসের খুব কাছেই। মালদহ থেকে বহরমপুর এসে ভাভাবে রেইকি করেই এই ঘৃণ্য কাজটা করেছে সুশান্ত। খুন করার পর ডায়ালগ দিতে দিতে ঘটনাস্থল ছেড়ে পালালেও তিন ঘণ্টার মধ্যেই সে ধরা পড়ে যায়।
বহরমপুরের এই নৃশংস ঘটনায় স্তম্ভিত রাজ্যবাসী। প্রতিবাদে আজ সন্ধ্যেবেলায় অধীর চৌধুরীর নেতৃত্বে বহরমপুরে একটি বিশাল মোমবাতি মিছিল বের করে কংগ্রেস।
এদিকে এইরকম একটা হত্যাকাণ্ড ঘটে যাওয়ায় আজ সকালের মধ্যেই ঐ মেস বাড়ি ছেড়ে চলে যান অন্যান্য পড়ুয়া আবাসিকরা। প্রত্যেকের পরিবারের লোকজন সকালেই বহরমপুর শহরে এসে তাঁদেরকে নিয়ে চলে গিয়েছেন। বহরমপুর শহরের অন্যান্য মেস বাড়িগুলিও খালি হতে শুরু করেছে স্রেফ আতঙ্কের কারনেই।